হানঝাউ: বিশ্বকাপ (World Cup) আর কমনওয়েলথ গেমসে এতদিন দেখা যেত এমন ছবি। ঝরে ঝরে পড়ত সোনা। একধাপ এগিয়ে এশিয়ান গেমসের (Asian Games) শুটিংয়েও একই ছবি তুলে ধরছেন ভারতীয় শুটাররা। রবিবার সকালে সেই শুটিংই আবার সোনার ফসল। কিনান চেনাই (Kynan Chenai), জোরাবর সিং (Zoravar Singh) এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামান (Prithviraj Tondaiman) ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে জিতলেন সোনা। ৩৬১ পয়েন্ট স্কোর করে সোনা জয় ভারতের তিন ছেলের। কুয়েত ও চিন পেল রুপো, ব্রোঞ্জ। স্রেফ শুটিং থেকে ভারতের এল ৭টা সোনা। ১১টা সোনা সহ ৪১টা পদক জিতে তালিকার চার নম্বরে ভারত। TV9Bangla Sports এ বিস্তারিত।
ছেলেদের ৫০ মিটার ট্র্যাপ থেকে সোনা আসতে পারে, এমন প্রত্যাশা ছিলই। কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামানরা যথেষ্ট ফর্মেও ছিলেন। রবিবার ইভেন্টেও সেটাই তুলে ধরেছিলেন তাঁরা। কিনান, জোরাবরদের দাপটে অনেক পিছনে শেষ করেছেন কুয়েতের শুটাররা। ভারত স্কোর করেছে ৩৬১। ৩৪৭ তুলেছে কুয়েত। চিনের শুটারদের স্কোর ৩৪১। টিম ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি কিনান ও জোরাবর ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও উঠেছেন। সেখান থেকেও সোনার স্বপ্ন দেখছে ভারত। ১৯৯৪ সালের এশিয়ান গেমসে ৫০ মিটার ট্র্যাপে ৩৫৭ স্কোরের রেকর্ড করেছিল কুয়েত। যা ২৮ বছর পর ভেঙে গেল ভারতীয়দের হাতে।
🥇 Gold Rush Alert! 🥇 #AsianGames2022
🇮🇳 Shooters @tondaimanpr, #KheloIndiaAthlete @KynanChenai, and Zoravar Singh Sandhu have shot their way to GOLD in the Men’s Trap Team event! 🎯🇮🇳 with an Asian Games record of 361 ⚡
Their precision, focus, and teamwork have brought glory… pic.twitter.com/7pAakYlsaj
— SAI Media (@Media_SAI) October 1, 2023
এশিয়ান গেমসে ভারতীয় শুটাররা দারুণ ছন্দে রয়েছেন। ঐশ্বর্য প্রতাপ সিং টোমার, এষা সিংরা যে রাস্তায় হাঁটতে শুরু করেছিলেন, একের পর এক শুটার সেই সোনার পথই অনুসরণ করেছেন। ৭ সোনা, ৯ রুপো, ৫ ব্রোঞ্জ সহ মোট ২১টা পদক এসেছে এশিয়ান গেমসের শুটিং থেকে। আরও আসতে পারে। এ বার ভারতীয় অ্যাথলিটদের লক্ষ্য এশিয়াড থেকে ১০০টা পদক জয়। ৪১টা পদক জিতে ফেলেছেন ভারতীয়রা। যে ভাবে এগোচ্ছেন তাঁরা, গেমসের বাকি দিনও সোনা ফলবে। এর আগে জাকার্তা এশিয়ান গেমসে সবচেয়ে বেশি ১৬টা সোনা জিতেছিল ভারত। সেই রেকর্ডও ভেঙে যাবে এ বার?