India Open 2023: এ বারও সেই প্রতিপক্ষ, এ বারও লক্ষ্যভেদ! কে করলেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2023 | 5:55 PM

Lakshya Sen vs HS Prannoy: আজ, ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ওপেন (India Open 2023)। টুর্নামেন্টের প্রথম দিন রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভারতের সিনিয়র তারকা শাটলার এইচএস প্রণয় ও ভারতের রাইজিং স্টার লক্ষ্য সেন।

India Open 2023: এ বারও সেই প্রতিপক্ষ, এ বারও লক্ষ্যভেদ! কে করলেন?
এ বারও সেই প্রতিপক্ষ, এ বারও লক্ষ্যভেদ! কে করলেন?

Follow Us

কলকাতা: ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় এখন বছর একুশের লক্ষ্য সেন (Lakshya Sen)। এমন বললে ভুল বলা হবে না। গত দু’বছর ধরে উত্তরাখণ্ডের আলমোরার এই বিস্ময় বালকের উত্থান দেখেছে গোটা বিশ্ব। মাত্র ১৯-২০ বছর বয়স থেকেই লক্ষ্য যেন প্রতিপক্ষকে বিভিন্ন কৌশলে মাত দিয়ে ওস্তাদ হয়ে উঠছিলেন। যত দিন যাচ্ছে লক্ষ্য আরও ধারালো হচ্ছেন। গত বছরের এই সময় ইন্ডিয়া ওপেনের কথা মনে আছে? না থাকতেই পারে। তা হলে, আপনাদের মনে করিয়ে দিই। গত বছর এমন সময়েই ইন্ডিয়া ওপেন খেতাব মুঠোয় ভরেছিলেন লক্ষ্য সেন। তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল ব্যাডমিন্টন দুনিয়ায়। ২০২২ সালটা ভালোই কেটেছিল লক্ষ্যর। এ বার নতুন বছরে নতুন ‘লক্ষ্য’ নিয়ে এগিয়ে চলেছেন লক্ষ্য সেন। আর তার শুভ সূচনা হল, ইন্ডিয়া ওপেনে। গত বারের চ্যাম্পিয়ন লক্ষ্য সেন রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভারতের সিনিয়র তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Prannoy)। তেইশের শুরুটা জয় দিয়েই করলেন বছর ২১ এর লক্ষ্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ভারতের বছর তিরিশের সিনিয়র তারকা শাটলার এইচএস প্রণয়কে হারিয়ে ইন্ডিয়া ওপেন যাত্রা শুরু করলেন গতবারের চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। প্রণয়ের সঙ্গে লক্ষ্যর বয়সের ফারাক ৯ বছরের। প্রণয়ের থেকে লক্ষ্যর অভিজ্ঞতাও কম। তা হলই বা, খেলার মাঠে বয়স কোনও বিষয়ই নয়। আসল হল কৌশল। বছর ২১-এর লক্ষ্য ইন্ডিয়া ওপেনের প্রথম ম্যাচে প্রণয়কে হারালেন স্ট্রেট গেমে। ম্যাচের ফল ২১-১৪, ২১-১৫। বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা প্রণয়ের বিরুদ্ধে দারুণ ছন্দে দেখা গিয়েছে ১২ নম্বরে থাকা লক্ষ্য সেনকে।

২০২২ সালে এইচএস প্রণয় ও লক্ষ্য সেনের মোট ৫ বার সাক্ষাৎ হয়েছিল। যার মধ্যে প্রণয় জিতেছিলেন ২ বার। লক্ষ্য জিতেছিলেন ৩ বার। ২০২৩ এর শুরুটাও ঠিক বাইশের মতোই করলেন লক্ষ্য। ইন্ডিয়া ওপেনে বছরের প্রথম টুর্নামেন্টের সাক্ষাতে প্রণয়কে হারিয়ে দিলেন ভারতের তরুণ তুর্কি লক্ষ্য।

Next Article