কলকাতা : সদ্য কানাডা ওপেন জিতেছেন। চলতি বছরে প্রথম টাইটেল জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর লক্ষ্য সেন (Lakshya Sen)। দেশের এই তরুণ শাটলারের বিজয়রথ চলছে ইউএস ওপেনেও। কানাডা ওপেনের পর ইউএস ওপেনেও খেতাব জয়ের হাতছানি তাঁর সামনে। ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে পা রেখেছেন লক্ষ্য। খেতাব জয়ের থেকে আর মাত্র ২ ধাপ দূরে রয়েছেন। লক্ষ্যের জয়রথ ছুটলেও ফের একবার হতাশ করেছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু (PV Sindhu)। গতবছর কমনওয়েলথ গেমসে শেষবার সাফল্য ধরা দিয়েছিল সিন্ধুর ঝুলিতে। তারপর থেকে সিন্ধুর ভাগ্য শূন্য। কানাডা ওপেনে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ছিটকে গিয়েছিলেন। ইউএস ওপেনেও সিন্ধুর জার্নি দীর্ঘ হল না। এই ৩০০ সুপারসিরিজ থেকে চিনা প্রতিযোগী গাও ফাং জি-র বিরুদ্ধে হেরে টুর্নামেন্টের বাইরে সিন্ধু। বিস্তারিত রইল TV9 Bangla Sports –র এই প্রতিবেদনে।
শেষ আটের ম্যাচে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন স্বদেশী শঙ্কর মুথুস্বামী সুব্রহ্মমন্যম। ২১-১০, ২১-১৭ ব্যবধানে দেশীয় প্রতিপক্ষকে উড়িয়ে দেন সেন। ১৯ বছরের মুথুস্বামী চেন্নাইয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়। ৩৮ মিনিট ধরে চলে শেষ আটের ম্যাচ। শেষ চারের ঘরে লক্ষ্যের প্রতিপক্ষ চিনের লি শি ফেং। তাঁর বিরুদ্ধে লক্ষ্যের জয় ও হারের রেকর্ড ৫-৩। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১২তম স্থানে রয়েছেন পিভি সিন্ধু। তাঁকে ২২-২০, ২১-১৩ গেমে হারিয়ে দেন গাও ফাং জি। এই নিয়ে পঞ্চম বার সিন্ধু ও গাও একে অপরের বিরুদ্ধে খেললেন। তার মধ্যে চারবারই হেরে গিয়েছেন সিন্ধু।
গত সপ্তাহে কানাডা ওপেনে সিন্ধু হারিয়ে দেন চিনা শাটলারকে। কিন্তু সেই ম্যাজিক রইল না এ বার। ৩৬তম ব়্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ সিন্ধুকে বেশ নাস্তানাবুদ করলেন। প্রথম গেম থেকে লম্বা ব়্যালি খেলতে পারেননি সিন্ধু। দ্বিতীয় গেমে তাঁকে নিজস্ব ভঙ্গিতে খেলতে দেননি গাও ফাং জি।