German Open-এর সেমিতে বিশ্বের এক নম্বর ভিক্টরের মুখে লক্ষ্য
পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্তদের মতো তারকারা যখন গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছেন, তখন সিঙ্গলসে মুখ হয়ে উঠেছেন ভারতীয় শাটলার।
বার্লিন: একের পর এক লক্ষ্য যেন ভেদ করেই চলেছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। বিশ্ব মিটের সেমিফাইনালে পৌঁছে যাওয়া যে অঘটন ছিল না, ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়েছিলেন। এ বার জার্মান ওপেনের (German Open) শেষ চারে উঠে পড়লেন প্রবাসী বাঙালি। ভারতেরই এইচএস প্রণয়কে হারিয়ে। গত বছরের শেষ থেকেই দারুণ ফর্মে আছেন তিনি। জার্মান ওপেনেও তা প্রমাণ করছেন। পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্তদের মতো তারকারা যখন গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছেন, তখন সিঙ্গলসে মুখ হয়ে উঠেছেন ভারতীয় শাটলার। ২০ বছরের ব্যআডমিন্টন প্লেয়ারের থেকে ব়্যাঙ্কিংয়ের খাতায় অনেকখানি এগিয়ে প্রণয়। বিশ্বের প্রথম দশে থাকা সেই প্রণয়কেই ৩৯ মিনিটের ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। খেলার ফল ২১-১৫, ২১-১৬। শুধু তারুণ্য নয়, লক্ষ্যর খেলায় আগ্রাসনের পাশাপাশি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতাও ধরা পড়ছে। আর তাই তাঁকে জার্মান ওপেনের সেমিফাইনালে তুলে দিয়েছে। অবশ্য এ বার কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে লক্ষ্যকে। বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে খেলা।
কোয়ার্টার ফাইনালে ভারতের শ্রীকান্তকে হারিয়েই সেমিফাইনালে উঠেছেন ভিক্টর। শ্রীকান্ত প্রথম গেমটাতে কার্যত দাঁড়াতেই পারেননি। ১০-২১ হেরে যান। পরের গেমে ঘুরে দাঁড়ানোর মরিয়া তাগিদ দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ১৯-২১ শেষ হয় তাঁর লড়াই। ভিক্টরের অতি আক্রমণাত্মক খেলাই শ্রীকান্তকে চাপে ফেলে দিয়েছিল।
Alert: SENsational battle ahead ??
Lakshya Sen up against Viktor Axelsen in MS semifinal at #GermanOpen2022 ?
All the best champ! ?#IndiaontheRise#Badminton pic.twitter.com/UypGq6ZXLK
— BAI Media (@BAI_Media) March 12, 2022
শ্রীকান্তে স্বপ্নপূরণ না হলেও লক্ষ্যে লক্ষ্যভেদ হবে, এমনই বলছেন অনেকে। গত বছরের একেবারে শেষ দিকে বিশ্ব মিটে শ্রীকান্তের কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। সেই ভুল থেকে যে শিক্ষা নিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হল, যে কোনও বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। সেই কারণেই ইন্ডিয়ান ওপেনের পর বিশ্রাম নিয়েছিলেন সপ্তাহখানেকের। তার পর কোর্টে ফিরে তৈরি করেছিলেন নিজেকে। জার্মান ওপেন যদি জিততে পারেন, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের আগে বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যাবেন। সেটাই খুঁজছেন লক্ষ্য।
আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 1 Live: শুরুতেই ধাক্কা, রান আউট মায়াঙ্ক