AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshya Sen : অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে হারিয়ে কানাডা ওপেনে লক্ষ্য-পূরণ

Canada Open : চলতি বছরে প্রথম খেতাব জিতলেন দেশের তরুণ শাটলার লক্ষ্য সেন। কানাডা ওপেন পুরুষদের সিঙ্গলসে জয়ী হয়েছেন লক্ষ্য।

Lakshya Sen : অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে হারিয়ে কানাডা ওপেনে লক্ষ্য-পূরণ
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 12:50 PM
Share

কলকাতা : কানাডা ওপেন চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে হারিয়ে জিতলেন খেতাব। চলতি বছরে এটাই লক্ষ্য়ের প্রথম টাইটেল জয়। ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ বলে ধরা হচ্ছে লক্ষ্যকে। যে প্রতিযোগিতাতেই অংশ নেন, সেখানেই ছাপ ফেলে যান। কানাডা ওপেনে (Canada Open 2023) ভারতীয়দের হতাশ করেছিল অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু। সেমিফাইনাল থেকে বিদায় নেন সিন্ধু। টুর্নামেন্টে একমাত্র ভারতীয় হিসেবে টিকে ছিলেন লক্ষ্য সেন। রবিবার তিনি ফাইনালে ওঠেন জাপানের কেন্টা নিশিমোতোকে হারিয়ে। আজ, ফাইনালে প্রতিপক্ষ লি শি ফেংকে ২১-১৮, ২২-২০ স্ট্রেট গেমে হারিয়েছেন লক্ষ্য। চলতি বছরে লক্ষ্যের এটা দ্বিতীয় বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর। লক্ষ্যের কেরিয়ারের এটি দ্বিতীয় বিডব্লিউএফ সুপার ৫০০ ইভেন্টে জয়। ২০২২ সালে ইন্ডিয়া ওপেন জিতে প্রথম বার বিডব্লিউএফ সুপার ৫০০ ইভেন্টে জয় পান ভারতীয় শাটলার। বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কানাডা ওপেনের আগে চলতি বছরে লক্ষ্যের সেরা পারফরম্যান্স ছিল থাইল্যান্ড ওপেনে। তৃতীয় স্থানে শেষ করেছিলেন। কানাডা ওপেনের সেমিতে কেন্টা নিশিমোতোকে স্ট্রেট গেমে হারিয়ে ঝড়ের গতিতে ফাইনালে প্রবেশ করেন। ফাইনালেও সমান দাপট দেখালেন লক্ষ্য। প্রতিপক্ষ লি শি ফেং হলেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন। কাজটা সহজ ছিল না তরুণ শাটলারের কাছে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুটি গেম জিতে শেষ হাসি হেসেছেন ভারতীয় শাটলার। গতবছর অগস্টে কমনওয়েলথ গেমসের পর এটাই লক্ষ্যের প্রথম খেতাব জয়। ভারতের দ্বিতীয় সিঙ্গলস খেলোয়াড় হিসেবে চলতি বছরে টাইটেল জিতলেন।

২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন লক্ষ্য। ফাইনাল জেতার পর সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, “অলিম্পিক কোয়ালিফিকেশনের বছরে এসে আমার পারফরম্যান্স মনের মতো হচ্ছিল না। এই জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।”