বুদাপেস্ট: ভারতের তারকা প্যাডলার জুটি মনিকা বাত্রা (Manika Batra) ও জি সাথিয়ান (G Sathiyan) আজ, শুক্রবার বুদাপেস্টে (Budapest) হওয়া বিশ্ব টেবল টেনিসের (WTT) মিক্সড ডবলসে (mixed doubles) সোনা জিতেছেন।
মনিকা-সাথিয়ান জুটি হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ নানদোর একসেকি (Nandor Ecseki) এবং ডোরা মাদারাসকে (Dora Madarasz) ৩-১ ব্যবধানে হারিয়েছেন। ৯৪তম স্থানাধিকারী হাঙ্গেরির (Hungary) প্রতিপক্ষকে ১১-৯, ৯-১১, ১২-১০ ও ১১-৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় প্যাডলার জুটি। সোনা জয়ের পাশাপাশি প্রথম ভারতীয় টেবল টেনিস প্লেয়ার হিসেবে মনিকা-সাথিয়ান ডব্লিউটিটি কন্টেন্ডার শিরোপা অর্জন করলেন।
.@sathiyantt and @manikabatra_TT??Nandor Ecseki/Dora Madarasz 11-9 9-11 12-10 11-6 in the mixed doubles event at the 2021 WTT Contender Budapest to win the Final
Many congratulations to the duo!!#TableTennis #IndianSports pic.twitter.com/SlGQF8LTbT
— SAIMedia (@Media_SAI) August 20, 2021
ছেলেদের সিঙ্গলসের নটআউট পর্ব থেকে সাথিয়ান বিদায় নিলেও মনিকা বাত্রা পৌঁছে গিয়েছিলেন মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে। তবে পদক জোটেনি সেখানে। মনিকা রুশ প্রতিপক্ষ এলিজাবেত আব্রামিয়ানের কাছে স্ট্রেট গেমসে হেরে যান।