Roshibina Devi: উসুতে সোনার খোঁজে নামছেন রোশিবিনা দেবী, মাথায় চিন্তা মণিপুর নিয়ে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 29, 2023 | 1:50 PM

Asian Games: ২০১৮ সালে জার্কাতা এশিয়ান গেমসে উসুতে (Wushu) ব্রোঞ্জ পেয়েছিলেন রশিবিনা দেবী (Roshibina Devi)। সে বার মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। চলতি এশিয়াডে রোশিবিনা দেবীর কাছে সুযোগ রয়েছে পদকের রং বদলানোর।

Roshibina Devi: উসুতে সোনার খোঁজে নামছেন রোশিবিনা দেবী, মাথায় চিন্তা মণিপুর নিয়ে
Roshibina Devi: উসুতে সোনার খোঁজে নামছেন রোশিবিনা দেবী, মাথায় চিন্তা মণিপুর নিয়ে

Follow Us

হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনার খোঁজে আজ নামবেন ভারতীয় উসু প্লেয়ার রোশিবিনা দেবী নাওরেম। ২০১৮ সালে জার্কাতা এশিয়ান গেমসে উসুতে (Wushu) ব্রোঞ্জ পেয়েছিলেন রশিবিনা দেবী (Roshibina Devi)। সে বার মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। চলতি এশিয়াডে রোশিবিনা দেবীর কাছে সুযোগ রয়েছে পদকের রং বদলানোর। দেশকে উসু থেকে সোনা এনে দিতে পারলে রোশিবিনা নিশ্চিতভাবে ভীষণ গর্বিত হবেন। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে উসুতে সোনা আসলে অবশ্য অবাক হওয়ার থাকবে না। এই সবের মাঝে ও রোশিবিনা দেবীর মাথায় ঘুরছে অশান্ত মণিপুরের কথা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রোশিবিনা দেবীর বাড়ি মণিপুরে। সেখানে তাঁর পরিবার রয়েছে। তাই এশিয়ান গেমসে খেলার মাঝেও রোশিবিনা দেবীর মন মাঝে মাঝেই অস্থির হয়ে উঠছে অশান্ত মণিপুরের কথা ভেবে। তিনি বলেন, ‘প্রতি রবিবার আমি বাবা-মায়ের সঙ্গে কথা বলি। কিন্তু প্রতিদিনই আমি ভাবি পরের সপ্তাহের শেষে আমি তাঁদের সঙ্গে কথা বলতে পারব তো?’

মণিপুরের উসু প্লেয়ার রোশিবিনা দেবী জানান, তিনি মেইতেই সম্প্রদায়ের অন্তর্গত। মণিপুরে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে তা ভেবে সর্বক্ষণ রোশিবিনা দেবীর মন বিচলিত। তিনি জানান, তাঁর বাড়ি মণিপুরের এমন জায়গায় যেখানে বিরাট অশান্ত পরিবেশ। রোশিবিনা দেবীর মা-বাবা দু’জনই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘মণিপুরে যে অশান্তি চলছে তাতে আমার গ্রামে বিরাট প্রভাব পড়েছে। আমি সব সময় তাই আমার পরিবারের জন্য চিন্তিত থাকি। আমার মা-বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমার বাবা নাওরেম ধামু মণিপুরে চলতি প্রতিবাদে প্রত্যক্ষভাবে যুক্ত। আমার মা রোমিলা দেবীও বিক্ষোভে নিয়মিত অংশ নেন। রাতে গ্রামে নজরদারিতে যোগ দেন। আমার ছোট ভাই প্রিয়জিৎ সিংয়ের বয়স ১৬। তাই ওকে এখন একা বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না। এই পরিস্থিতিতে আমার শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে ফোকাসড রাখা খুবই কঠিন। তাও আমি দেশের জন্য নিজের সেরাটা দেব।’

এশিয়ান গেমসে উসুর ফাইনালে চিনের উ জিয়াওইয়ের বিরুদ্ধে নামবেন ভারতের রোশিবিনা দেবী। অবশ্য তাঁর রুপো নিশ্চিত। কিন্তু সোনার স্বপ্ন দেখা ছাড়ছেন না রোশিবিনা দেবী।

Next Article