Maria Sharapova: অবসর ভেঙে আবার কোর্টে ফিরছেন শারাপোভা, টেনিসের বদলে কোন খেলার প্রেমে পড়লেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 23, 2023 | 7:00 AM

যে রোম্যান্টিক জুটি নিয়ে এক সময় টনটন নিউজপ্রিন্ট খরচ করেছে বিশ্ব, আবার দেখা যাবে তাঁদের। আন্দ্রে আগাসি আর স্টেফি গ্রাফ জুটি আবার ফিরছেন। মিক্সড ডাবলসে তাঁদের প্রতিপক্ষ হতে পারেন কারা? জন ম্যাকেনরো আর মারিয়া শারাপোভা (Maria Sharapova)। টেনিস (Tennis) দুনিয়ার এই চার তারকাই অবসর নিয়েছেন টেনিস থেকে। অবসর ভেঙে তাঁরা কি আবার ফিরছেন? হ্যাঁ, তবে অন্য কোর্টে।

Maria Sharapova: অবসর ভেঙে আবার কোর্টে ফিরছেন শারাপোভা, টেনিসের বদলে কোন খেলার প্রেমে পড়লেন?
অবসর ভেঙে আবার কোর্টে ফিরছেন শারাপোভা, টেনিসের বদলে কোন খেলার প্রেমে পড়লেন?

Follow Us

মস্কো: যে রোম্যান্টিক জুটি নিয়ে এক সময় টনটন নিউজপ্রিন্ট খরচ করেছে বিশ্ব, আবার দেখা যাবে তাঁদের। আন্দ্রে আগাসি আর স্টেফি গ্রাফ জুটি আবার ফিরছেন। মিক্সড ডাবলসে তাঁদের প্রতিপক্ষ হতে পারেন কারা? জন ম্যাকেনরো আর মারিয়া শারাপোভা (Maria Sharapova)। টেনিস (Tennis) দুনিয়ার এই চার তারকাই অবসর নিয়েছেন টেনিস থেকে। অবসর ভেঙে তাঁরা কি আবার ফিরছেন? হ্যাঁ, তবে অন্য কোর্টে। পিকলবল স্ল্যামে দেখা যাবে তাঁদের। আগামী ফেব্রুয়ারিতে পিকলবলের দ্বিতীয় স্ল্যাম। তাতেই হতে চলেছে মহাতারকাদের মহাসম্মেলন। শুধু কি এই চারজন? না, পিকলবল নেশায় মেতেছেন আরও অনেকে। কি এই পিকলবল? TV9Bangla Sports বিস্তারিত তুলে ধরল এই প্রতিবেদনে।

পিকলবল অনেকটা টেনিসেরই মতো। বলা যেতে টেনিসের ছোট সংস্করণ। ছোট কোর্টে প্লাস্টিকের ব্যাট ও বল দিয়ে খেলা। এই খেলা ইউরোপে এখন ভীষণ জনপ্রিয়। নানা টুর্নামেন্ট চলছে এই পিকলবলে। তাতে অংশও নিচ্ছেন তারকা টেনিস প্লেয়াররা। শুধু টেনিস প্লেয়ার কেন, নানা খেলার মহাতারকাদের ভিড় জমেছে পিকলবলে। শারাপোভা তিন বছর আগে অবসর নিয়েছেন টেনিস থেকে। মেয়েদের টেনিসে বিশ্বের প্রাক্তন এক নম্বর প্লেয়ার অবসর ভেঙে ফিরছেন খেলায়। তবে টেনিসে নয়, পিকলবলে। রাশিয়ান সুন্দরী বলেছেন, ‘আমি এখন পিকলবল খেলি। আমার পার্টনারের নাম জন ম্যাকেনরো। প্রতিপক্ষ স্টেফি গ্রাফ ও আন্দ্রে আগাসি। ম্যাচটা যে সহজ হবে না, জানি। খানিকটা নার্ভাসও আমি।’

ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক হোটেলে হবে এই টুর্নামেন্টে। যে টিম জিতবে ৮ লক্ষ ১৬ হাজার পাউন্ড পুরস্কার পাবে। অর্থের পরিমাণ দেখে চোখ কপালে উঠে গিয়েছে সবার। এই বছর প্রথম পিকলবল স্ল্যাম হয়েছিল। তাতে জন ম্যাকেনরো খেলেছিলেন মাইকেল চ্যাংয়ের সঙ্গে। আন্দ্রে আগাসি আর অ্যান্ডি রডিকের বিরুদ্ধে। পিকলবলের জনপ্রিয়তা যে হারে বাড়ছে, টেনিস কি চাপে পড়ে যাবে? তেমন সম্ভাবনা অবশ্য কেউ দেখছেন না। পিকলবল নিয়ে তাই চাপে নেই টেনিস। বরং টেনিস জগতের প্রাক্তন নামীরা একে একে নাম লেখাচ্ছেন পিকলবলে। ছোট কোর্ট, প্লাস্টিকের ব্যাট-বল কিন্তু মনে ধরে গিয়েছে শারাপোভাদের।

Next Article