Asian Games 2023, Pistol Shooting: হানঝাউয়ে আবার গর্জে উঠল পিস্তল, ১০ মিটারে সোনা দিলেন সরবজ্যোৎ-অর্জুন-শিবা

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Sep 28, 2023 | 11:02 AM

এশিয়ান গেমসের (Asian Games, Shooting) ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা জিতলেন ভারতের তিন ছেলে। সরবজ্যোৎ সিং, অর্জুন চিমা এবং শিবা নারওয়াল পিছিয়ে পড়েও দুরন্ত ফিরে আসেন। এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের।

Asian Games 2023, Pistol Shooting: হানঝাউয়ে আবার গর্জে উঠল পিস্তল, ১০ মিটারে সোনা দিলেন সরবজ্যোৎ-অর্জুন-শিবা
হানঝাউয়ে আবার গর্জে উঠল পিস্তল, ১০ মিটারে এ বার সোনা দিলেন সরবজ্যোৎ-অর্জুন-শিবা

Follow Us

হানঝাউ: শুটিংয়ে ফের সোনার ফসল। এশিয়ান গেমসের (Asian Games, Shooting) ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা জিতলেন ভারতের তিন ছেলে। সরবজ্যোৎ সিং (Sarabjot Singh), অর্জুন চিমা (Arjun Singh Cheema) এবং শিবা নারওয়াল (Shiva Narwal) পিছিয়ে পড়েও দুরন্ত ফিরে আসেন। এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের। শুটিং থেকে এল ১৩তম পদক। ভারতের ঝুলিতে মোট ২৪টা মেডেল। সরবজ্যোৎ, অর্জুন, শিবা তুললেন ১৭৩৪ পয়েন্ট। এক পয়েন্ট পিছনে শেষ করলেন চিনা অ্যাথলিটরা। ব্রোঞ্জ ভিয়েতনামের। সরবজ্যোৎ ও অর্জুন দু’জনেই ব্যক্তিগত বিভাগের ফাইনালেও উঠেছিলেন। সেখান থেকেও আসতে পারত পদক। তা হল না। ব্যক্তিগত ইভেন্টে সরবজ্যোৎ শেষ করলেন চারে। আটে অর্জুন।  TV9Bangla Sportsএ বিস্তারিত।

এশিয়ান গেমসের পঞ্চম দিন পদক প্রাপ্তির দরজা খুলে ফেলেছে ভারত। রুপো দিয়ে সকাল শুরু করেছেন রোশিবিনা দেবী। সোনা জিততে পারতেন মণিপুরের উসু অ্যাথলিট। সেই আক্ষেপ কেটে গেল শুটিংয়ের ভালো খবরে। লক্ষ্মীবারে প্রথম সোনা এল ১০ মিটার এয়ার পিস্তলে। কিন্তু ভারতের তিন ছেলেকে দেখে প্রথমে বোঝাই যায়নি যে সোনা আসতে পারে। শুরুটা মোটেও ভালো হয়নি সরবজ্যোৎ, অর্জুনদের। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন। বিশেষ করে সরবজ্যোৎ আর শিবা পারফেক্ট টেন বেশি মেরেছেন। এই ধরনের গেমসে, যেখানে মাত্রাতিতিরিক্ত চাপ, সেখানে শুরুটা খারাপ হলে ফিরে খুব কঠিন হয়। ভারতের তিন ছেলে মনোঃসংযোগ হারাননি। বরং ধীরে ধীরে নিজেদের নিখুঁত করার চেষ্টা করেছেন।

এশিয়ান গেমসের টিম ইভেন্ট, বিশেষ করে শুটিংয়ে দলগত সাফল্যের অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর। তার কারণ, শুটিংয়ে যে কোনও ইভেন্টের যোগ্যতা পর্বকেই দলগত ইভেন্ট বলে ধরা হয়। যে শুটার যত ভালো ফল করবেন তাতে, টিম ইভেন্টে পদকের সম্ভাবনা বেড়ে যাবে। এর আগে যে শুটিংয়ের দলগত বিভাগ থেকে যে তিনটে সোনা এসেছে, সেই ছবিই দেখা গিয়েছে। কিন্তু সরবজ্যোৎ, অর্জুন, শিবারা ব্যতিক্রম। তাঁরা অনেক বেশি দলগত ভাবনা নিয়ে নেমেছিলেন। দলের গভীরতা ও ধারাবাহিকতায় জোর দিয়েছিলেন। না হলে পিছিয়ে পড়েও হয়তো এমন প্রত্যাবর্তন হত না। যা মুগ্ধ করছে শুটিংমহলকে। মাঝামঝি পর্বে সাত নম্বরে থেকেও দ্রুত দুইয়ে উঠে এসেছিলেন তাঁরা। শেষ রাউন্ডে সোনা ফলিয়েছেন তিন ভারতীয় শুটার।

Next Article