Mirabai Chanu: বিশ্ব মিটে ফের পদক, রুপোয় থামলেন ভারতের চানু!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 07, 2022 | 1:18 PM

টোকিও অলিম্পিকেও রুপো পেয়েছিলেন তিনি। মণিপুরের মেয়ে এ বারও নিরাশ করলেন না। বড় আসরে নামার সময় যে মানসিকতা বদলে ফেলেন, তার প্রমাণ মিলল বিশ্ব মিটে।

Mirabai Chanu: বিশ্ব মিটে ফের পদক, রুপোয় থামলেন ভারতের চানু!
Image Credit source: Twitter

বোগোতা: কবজির চোটে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সে সব সামলে শেষ পর্যন্ত সাফল্য পাবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল অনেকেরই। কিন্তু তিনি অন্য রকম ভেবেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) সোনা হয়তো পেলেন না। তবে রুপো ছিনিয়ে নিলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। টোকিও অলিম্পিকেও রুপো পেয়েছিলেন তিনি। মণিপুরের মেয়ে এ বারও নিরাশ করলেন না। বড় আসরে নামার সময় যে মানসিকতা বদলে ফেলেন, তার প্রমাণ মিলল বিশ্ব মিটে। ওয়েটলিফ্টিংয়ের ৪৯ কেজি বিভাগে চানুর ইভেন্টের দিকে নজর ছিল সবার। স্ন্যাচে ৮৭ কেজি তুলেছেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১১৩ কেজি। মোট ২০০ কেজি তুলে পেয়েছেন রুপো। চিনের জিয়াং হুইহুয়া ২০৬ কেজি তুলে জিতেছেন সোনা। টোকিও অলিম্পিকে সোনাজয়ী হাও জিহুয়া ব্রোঞ্জে থামলেন। কলম্বিয়ায় বিশ্ব মিটে নেমে কী ভাবে স্বপ্ন সফল করলেন চানু, তুলে ধরল TV9 Bangla

২০১৭ সালে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন চানু। এ বারও সেই লক্ষ্যই ছিল তাঁর। সামনে এশিয়ান গেমস। ২ বছর পর প্যারিস অলিম্পিক। ধারাবাহিক ভাবে সাফল্যের মধ্যে থাকতে চেয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু সেপ্টেম্বর মাসে ট্রেনিংয়ের সময় কবজিতে চোট পান। জাতীয় গেমসে চোট নিয়েই ইভেন্টে নেমেছিলেন চানু। বিশ্ব মিটে রুপো পাওয়া চানুকে নিয়ে টিমের হেড কোচ বিজয় শর্মা বলেছেন, ‘এই মিটের জন্য আমরা কোনও বাড়তি চাপ নিতে চাইনি। নিয়মিত ও যে ওজন তুলছিল, সেটাই তুলেছে এখানে। এ বার ট্রেনিংয়ে ওর ওজন বাড়ানো হবে। ধীরে ধীরে ও উন্নতি করবে। চোট থাকা সত্ত্বেও বিশ্ব মিটে নেমেছে চানু। কারণ, ও এই টুর্নামেন্টটা মিস করতে চায়নি। এ বার ওকে কবজির পুরনো চোটটা সারিয়ে তুলতে হবে। পরের ইভেন্টের আগে ও অনেকখানি সময়ও পেয়ে যাবে সেটা করার।’

বিশ্ব মিটে চানুদের ইভেন্টে সেরা ১১জন লিফ্টার নেমেছিলেন। ভারতীয় অ্যাথলিট সাফল্য পেলেও স্ন্যাচে তেমন ভালো পারফর্ম করতে পারেননি। প্রথম বার ৮৪ কেজি তুলেছিলেন। পরে ৮৭ কেজি টার্গেট করলেও প্রথম দিকে তা সফল হয়নি। পরে অবশ্য ৮৭ কেজি তুলেছিলেন। স্ন্যাচে ৯০ কেজি তোলার যে লক্ষ্য, সেটা এখনও পূরণ হয়নি। ট্রেনিংয়ে এ বার ফোকাস করতে চান তিনি। যাতে নিজের লক্ষ্যে সফল হতে পারেন।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla