Mirabai Chanu: জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 30, 2022 | 4:35 PM

National Games 2022: মহিলাদের ভারোত্তোলনের (Weightlifting) ৪৯ কেজি বিভাগে শুক্রবার মণিপুরের হয়ে নেমেছিলেন চানু।

Mirabai Chanu: জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর
Mirabai Chanu: জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর
Image Credit source: National Games Gujarat Twitter

Follow Us

আমেদাবাদ: ৩৬ তম ন্যাশনাল গেমসে (National Games 2022) সোনা জিতলেন ভারতীয় তারকা ভারোত্তলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। মহিলাদের ভারোত্তোলনের (Weightlifting) ৪৯ কেজি বিভাগে শুক্রবার মণিপুরের হয়ে নামেন চানু। ক্লিন অ্যান্ড জার্ক ও স্ন্যাচ মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তুলেছেন তিনি। ৪৯ কেজি বিভাগে ১৮৭ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন সঞ্জিতা। ব্রোঞ্জ স্নেহা সোরেনের। জাতীয় গেমসের মঞ্চে সোনা জয়ের মধ্য দিয়ে আসন্ন এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে গেল চানুর।

জাতীয় গেমসে সোনা জয়ের পর, টুইটারে মীরাবাঈ চানু লেখেন, “গুজরাতে ৩৬তম জাতীয় গেমসে সোনা জিতে খুশি হয়েছি।”

স্ন্যাচে মীরাবাঈ প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সেই সময় বাকি প্রতিযোগীদের থেকে ৩ কেজি এগিয়ে ছিলেন চানু। তাই তিনি আর তৃতীয় প্রয়াস করেননি।

এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসে চানু তোলেন ১০৩ কেজি। মীরাবাঈকে টেক্কা দেওয়ায় এগিয়ে ছিলেন সঞ্জিতা। তিনি ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে ১০৫ কেজি ওজন তোলেন। প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করলেন সঞ্জিতা। এরপর সকলেই অপেক্ষায় ছিলেন, দ্বিতীয় প্রয়াসে কত ওজন তোলেন। মণিপুরের হয়ে নামা চানু ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে তোলেন ১০৭ কেজি। সঞ্জিতার থেকে মোট ৪ কেজি বেশি ওজন তোলেন মীরাবাঈ। ১৯১ কেজি ওজন তুলে সোনা জিতেছেন মীরাবাঈ। স্নেহা ১৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন।

Next Article