Australian Open: ইন্দ্রপতন মেলবোর্ন পার্কে, রাডুকানু-মুগুরুজার বিদায়

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jan 20, 2022 | 8:00 PM

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১২০ নম্বরে থাকা জাপানের তারো ড্যানিয়েল দাঁড়াতেই দিলেন না তিনটি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারেকে। মন্টেনেগ্রোর টেনিস প্লেয়ার দাঙ্কার বিরুদ্ধে হার ব্রিটেনের আর এক তারকা রাডুকানুর।

Australian Open: ইন্দ্রপতন মেলবোর্ন পার্কে, রাডুকানু-মুগুরুজার বিদায়
দ্বিতীয় রাউন্ডে হারের পর হতাশ রাডুকানু। Pics Courtesy: Twitter

Follow Us

মেলবোর্ন: জোকারহীন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) অঘটনে ছয়লাপ। রাফায়েল নাদাল, অ্যাশলি বার্টিরা প্রত্যাশা পূরণ করছেন ঠিকই, যাঁদের উপস্থিতিতে আরও রঙিন হতে পারত বছরের প্রথম গ্র্যান্ড স্লাম, তাঁরাই ছিটকে গেলেন পরপর। চতুর্থ দিনে পা দিতে না দিতে তালিকা বেশ লম্বা। গত বছর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Ema Raducanu) বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডে। গার্বিন মুগুরুজাও ছিটকে গেলেন। দীর্ঘদিন পর গ্র্যান্ড স্লাম খেলতে নামা অ্যান্ডি মারেও (Andy Murray) এগোতে পারলেন না। টেনিস মহিমা এটাই। অপরিচিত, অচেনা কোনও মুখ হঠাত্‍ করে উঠে আসবেন কোনও এক তারকাকে হারিয়ে। তারো ড্যানিয়েল, দাঙ্কা কোভিনিচদের মতো।

অনান্য তারকারা অবশ্য নিরাস করেননি। দানিল মেদভেদেভ (Medvedev) ৭-৬, ৬-৪, ৪-৬, ৬-২ হারালেন নিক কির্গিয়সকে। গ্রিসের স্তেফানোস সিসিপাস জিতলেন আর্জেন্টিনার সেবাস্তিয়ান বায়েসের বিরুদ্ধে, ৭-৬, ৬-৭, ৬-৩, ৬-৪ সেটে। মেয়েদের ইভেন্টে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা জাপানের ওয়াং জিনুকে হারালেন ১-৬, ৬-৪, ৬-২ সেটে। রাশিয়ার আনাস্তেসিয়া পাভলোচেঙ্কোভা আবার অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুরকে স্ট্রেট সেটে ওড়ালেন। সিমোনে হালেপ জিতলেন সহজেই।

দিনের শুরুটা হয়েছিল অ্যান্ডি মারেকে দিয়ে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১২০ নম্বরে থাকা জাপানের তারো ড্যানিয়েল দাঁড়াতেই দিলেন না তিনটি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নকে। খেলার ফল ৪-৬, ৪-৬, ৪-৬। ২ ঘণ্টা ৪৮ মিনিটের ম্যাচে স্ট্রেট সেটে হার মারের। প্রথম রাউন্ডের ম্যাচে পাঁচ সেটে লড়াই করে জিততে হয়েছিল মারেকে। অনেক বিশেষজ্ঞই তখন বলেছিলেন বেশি দূর এগোতে পারবেন না ব্রিটেনের তারকা। সেটাই সত্যি হল। মারে চোট ও ফর্ম নিয়ে ভুগছেন।

 

 

টুর্নামেন্টের অন্যতম দাবিদার এমা রাডুকানুর কী হল? চলতি মরসুমে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে হই চই ফেলে দিয়েছিলেন এমা। অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম ফেভারিট ধরা হচ্ছিল তাঁকে। প্রথম রাউন্ডের ম্যাচে মার্কিন স্টিফেনসের সঙ্গে তিন সেটের লড়াইয়ে জিতেছিলেন। প্রথম সেটে ৬-৪ জিতেছিলেন দাঙ্কা কোভিনিচ। পরের সেটে অবশ্য ফিরে আসেন রাডুকানু, ৬-৪ জিতে। তৃতীয় সেটে অবশ্য মন্টেনেগ্রোর টেনিস প্লেয়ার ৬-৩ জিতে যান। বিশ্বের ১৮ নম্বর রাডুকানুর বিরুদ্ধে দ্বিতীয় সেট ছাড়া কখনওই খুব একটা পিছিয়ে ছিলেন না দাঙ্কা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে থাকা টেনিস তারকা যথেষ্ট পরিণত বোধ দেখিয়েছেন। সার্ভিস থেকে পয়েন্ট তোলা, প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করা, কখনওই স্বস্তিতে থাকতে দেননি রাডুকানুকে।

 

 

মুগুরুজা (Muguruza) আবার ফ্রান্সের আলিজ কর্নেটের সামনে দাঁড়াতেই পারলেন না। ৩-৬, ৩-৬ উড়ে গিয়েছেন তিনি। মুগুরুজাকে অস্ট্রেলিয়ান ওপেন জেতার অন্যতম দাবিদার ধরা হচ্ছিল করোনা দুনিয়াতেও বেশ ছন্দে ছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে যাওয়া হল না তাঁর।

 

 

আরও পড়ুন : Avani Lekhara: অবনী লেখারাকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার মাহিন্দ্রার

Next Article