Muhammad Ali’s Grandson : রাতে নিরাপত্তারক্ষী, দিনে ফাইটার; দুই জীবনে অভ্যস্ত মহম্মদ আলির নাতি

Biaggio Ali : রাতে সিকিউরিটি গার্ড ও দিনের বেলায় ফাইটার- দুটোই সমানতালে চলছে বিয়াজিওর। নিজের কাজ নিয়ে ভীষণ খুশি বিয়াজিও।

Muhammad Ali's Grandson : রাতে নিরাপত্তারক্ষী, দিনে ফাইটার; দুই জীবনে অভ্যস্ত মহম্মদ আলির নাতি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 8:30 AM

লাস ভেগাস: দাদু ছিলেন ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা মুষ্টিযোদ্ধা। মহম্মদ আলির নাতি বিয়াজিও আলি (Biaggio Ali Walsh) হাত পাকাচ্ছেন মিক্সড মার্শাল আর্টে। একইসঙ্গে তিনি রাতের বেলায় লাস ভেগাসের একটি নাইটক্লাবে নিরাপত্তারক্ষীর কাজ করেন। ২৪ বছরের ফাইটার বিয়াজিও সম্প্রতি পেশাদার ফাইটার লিগে খেলছেন। রাতে সিকিউরিটি গার্ড ও দিনের বেলায় ফাইটার- দুটোই সমানতালে চলছে বিয়াজিওর। নিজের কাজ নিয়ে ভীষণ খুশি বিয়াজিও। মঙ্গলবার, শুক্রবার ও শনিবার কাজ করেন। কখনও কখনও কাজ সেরে বেরতে ভোর ৪টে বেজে যায়। বিয়াজিও আলি ওয়ালশ মেনে নিয়েছেন, কিছু কিছু সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

নিজে একজন ফাইটার ঠিকই, তবে কোর্টের বাইরে মারের পাল্টা মারে বিশ্বাসী নন বিয়াজিও। তিনি একবার আক্রমণ প্রতিরোধ করার জন্য পুলিশের কাছ থেকে প্রশংসা। মহম্মদ আলির নাতি বলেছেন, “আমি একজন ফাইটার। মোকাবিলা করতে অভ্যস্ত। তবে এই কাজটাও (সিকিউরিটি গার্ড) দুর্দান্ত এবং মজাদার। খুব উপভোগ করি এই কাজ। আর ওরা আমাকে ভাল বেতনও দেয়। তাঁর সুপারভাইজার একজন প্রাক্তন ফাইটার। তিনি বিয়াজিওর প্রশিক্ষণের সময়সূচী বোঝেন এবং তাঁকে সমর্থনও করেন। বিয়াজিও এই নিরাপত্তারক্ষীর চাকরিটিকে অতিরিক্ত অর্থ উপার্জনের একটি ভালো উপায় হিসাবে দেখেন।

নামের পাশে বিখ্যাত পদবী থাকা সত্ত্বেও বিয়াজিও যে Xtreme Couture জিমে প্রশিক্ষণ নেন সেখানে কোনও বিশেষ সুবিধে পান না। নাইটক্লাবের দরজায় দাঁড়িয়ে রক্ষীর কাজ করার সময় তাঁর খুব মজা লাগে। কারণ পার্টি করতে আসা লোকজনের কোনও ধারণা নেই যে, দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির গায়ে এক কিংবদন্তির রক্ত বইছে। বিয়াজিও বলেন, “আমার মা সবসময় বলতেন, এই পদবীর জন্য আমরা যদি খেলাধুলায় সফল হতে চাই তাহলে একটু পরিশ্রম করতে হবে।”

কর্মজীবনে অগ্রসর হওয়ার সঙ্গে সঠিক মানসিকতা এবং শৈলী খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ বিয়াজিও আলি ওয়ালশ। মিক্সড মার্শাল আর্টে জগতে তাঁর পথচলা চালিয়ে যেতে চান।