মেলবোর্ন: ২১তম গ্র্যান্ডস্যামেল দৌড়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন বিশ্ব টেনিসের তারকা রাফায়েল নাদাল (Nadal)। দাপট দেখিয়ে তৃতীয় রাউন্ডে মেয়েদের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টিও (Ashleigh Barty)। প্রথম রাউন্ডের পর অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও দাপুটে জয় স্পেনের তারকার। জার্মান প্রতিপক্ষ ইয়ানিক হাঁফম্যানের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই রাফার। খেলার ফল ৬-২, ৬-৩, ৬-৪। ফেডেরার খেলছেন না। অনেক বিতর্কের পর নোভাক জোকোভিচও টুর্নামেন্টের বাইরে। নাদালই একমাত্র তারকা। তাঁর দাপুটে পারফরম্যান্সই যে ভরসা আয়োজকদের।
Rafa rolls on ?
?? @RafaelNadal puts in a top performance to move past Yannick Hanfmann 6-2 6-3 6-4. #AusOpen • #AO2022
?: @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/MjWumk2z27— #AusOpen (@AustralianOpen) January 19, 2022
নাদালের মতই দাপট দেখিয়ে তৃতীয় রাউন্ডে মেয়েদের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি । ইতালির লুসিয়ার বিরুদ্ধে ম্যাচে মাত্র দুটি গেম হেরেছেন বার্টি। ৫২ মিনিটের ম্যাচে বার্টি জিতলেন ৬-১ ৬-১ এ। ম্যাচে ২১টি উইনার মারেন অস্ট্রেলিয়ায়ের মেয়ে। তৃতীয় রাউন্ডের ম্যাচেও ইতিলার প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবেন বার্টি। টুর্নামেন্টের ৩০ তম বাছাই ক্যামিলা জিওর্জি।
52 minutes is all @ashbarty needs to move into the third round, notching a 6-1 6-1 victory over Lucia Bronzetti.
The world No.1 meets Camila Giorgi next ➡#AusOpen · #AO2022
?: @wwos · @espn · @Eurosport · @wowowtennis pic.twitter.com/2ffKyaYVD9— #AusOpen (@AustralianOpen) January 19, 2022
নাদাল-বার্টির মত তারকারা যখন দাপট দেখাচ্ছেন তখন ভারতীয়রা প্রথম রাউন্ডের বাধাও টপকাতে পারছেন না। পুরুষদের ডাবলস ও মহিলাদের ডাবলসে শেষ ভারতের আশা। প্রথম রাউন্ড থেকেই বিদায় সানিয়া মির্জা (Sania Mirza) ও রোহন বোপান্নার (Rohan Bopanna)। প্রথম রাউন্ডের ম্যাচে ট্রিট-ক্রিস্টোফার জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বোপান্না। তাঁর সঙ্গী ছিলেন ফ্রান্সের রজার। স্ট্রেট সেটে হারলেন তারা। খেলার ফল ৬-৩, ৬-৭, ২-৬।
মহিলাদের ডাবলসের ম্যাচে স্লোভেনিয়ার জুটি কাজা-তামারার বিরুদ্ধে নেমেছিলেন সানিয়া। তাঁর সঙ্গী ছিলেন ইউক্রেনের নাদিয়া। বোপান্নাদের মতই স্ট্রেট সেটে হারলেন সানিয়ারাও। খেলার ফল ৪-৬, ৬-৭।
আরও পড়ুন : Lakshya Sen: এশিয়ান গেমসের জন্য নিজেকে তৈরি করছেন লক্ষ্য