Neeraj Chopra: দ্বিতীয় হিরের খোঁজে… ইউজিন ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার ইভেন্ট কখন, কোথায়, কীভাবে দেখবেন?

Diamond League Final: অগস্টের শেষে বুদাপেস্টে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন নীরজ। তারপর সেপ্টেম্বরের শুরুর দিকে ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন। এ বার দেখার ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে তিনি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা। বিশেষ নজর থাকবে তিনি ৯০ মিটার থ্রোয়ের স্বপ্নপূরণ করতে পারেন কিনা সেদিকেও।

Neeraj Chopra: দ্বিতীয় হিরের খোঁজে... ইউজিন ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার ইভেন্ট কখন, কোথায়, কীভাবে দেখবেন?
Neeraj Chopra: দ্বিতীয় হিরের খোঁজে... ইউজিন ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার ইভেন্ট কখন, কোথায়, কীভাবে দেখবেন?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2023 | 7:19 PM

ইউজিন: এশিয়ান গেমসে সোনা, কমনওয়েলথ গেমসে সোনা, অলিম্পিকে সোনা, ডায়মন্ড লিগে হিরে এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা। মাত্র ২৫ বছর বয়সেই নীরজ চোপড়ার (Neeraj Chopra) পদকের ঝুলি উপচে পড়ছে। ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ ট্র্যাকে নামলেই সোনা ফলান। এ কথা সকলের মুখে মুখে ঘোরে। তবে শুধু সোনাই নয়, তিনি হিরেও ফলান। ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। এ বার দ্বিতীয় হিরের সামনে নীরজ। ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে নীরজ চোপড়াকে পারফর্ম করতে দেখতে চান? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ডায়মন্ড লিগে নীরজ চোপড়াকে অ্যাকশনে দেখবেন।

অগস্টের শেষে বুদাপেস্টে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন নীরজ। তারপর সেপ্টেম্বরের শুরুর দিকে ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন। এ বার দেখার ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে তিনি চ্যাম্পিয়ন হতে পারেন কিনা। বিশেষ নজর থাকবে তিনি ৯০ মিটার থ্রোয়ের স্বপ্নপূরণ করতে পারেন কিনা সেদিকেও।

ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট কোথায় হবে?

চলতি বছরের ডায়মন্ড লিগ ফাইনাল হবে ইউজিনে। ডায়মন্ড লিগের ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট অনুষ্ঠিত হবে ওরেগনের হেওয়ার্ড ফিল্ডে।

ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো কখন অনুষ্ঠিত হবে?

ভারতীয় সময় অনুসারে ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়াকে অ্যাকশনে দেখা যাবে শনিবার মধ্যরাতে (১২.৫০ মিনিটে, তাই রবিরার এবং ১৭ সেপ্টেম্বর)।

ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়ার পারফরম্যান্স কোথায় দেখা যাবে?

ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়ার পারফরম্যান্স মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। এবং টেলিভিশনে স্পোর্টস ১৮-তে দেখা যাবে।

ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে কাদের পারফর্ম করতে দেখা যাবে?

নীরজ চোপড়া (ভারত), অলিভার হেল্যান্ডার (ফিনল্যান্ড), অ্যান্ডারিয়ান মারদারে (মলদোভা), অ্যান্ডারসন পিটার্স (গ্রানাডা), কার্টিস থম্পসন (মার্কিন যুক্তরাষ্ট্র), জাকুব ভাদলেচ (চেক প্রজাতন্ত্র)।