বুদাপেস্ট: তাঁর জ্যাভলিন যেন সোনায় মোড়ানো! আসলে তিনি যে নিজেই সোনার ছেলে। বুদাপেস্টে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। এই টুর্নামেন্টে এখনও সোনা জেতেননি কোনও ভারতীয় অ্যাথলিট। ২০০৩ সালে প্যারিস বিশ্ব মিট থেকে দেশকে ব্রোঞ্জ দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। তারপর ২০২২ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব মিট থেকে রুপো পেয়েছিলেন ভারতীয় তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। এ বারের বিশ্বমিটে সোনায় নজর নীরজের। বুদাপেস্টে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে প্রথম চেষ্টাতেই ফাইনালের যোগ্যতা অর্জন করে নেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চলতি বিশ্বমিটে প্রথম চেষ্টায় ৮৮.৭৭ মিটার থ্রো করেন। তাতেই তিনি বিশ্ব মিটের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের (Paris Olympics) যোগ্যতাও অর্জন করে নিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
On Day 6⃣ of World #Athletics Championships, Golden boy @Neeraj_chopra1 keeps up with our expectations 🥳
The #TokyoOlympics🥇medalist & #TOPSchemeAthlete‘s very 1⃣st attempt gives us his season’s best throw of 88.77m in Men’s Javelin Throw Qualifying Event which also breached… pic.twitter.com/Tgt96JmQgM
— SAI Media (@Media_SAI) August 25, 2023
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ছাড়পত্র পাওয়ার জন্য ৮৩ মিটার থ্রো করতে হত। এ ছাড়া ‘এ’ এবং ‘বি’ দুই গ্রুপের সেরা ১২ জ্যাভলিন থ্রোয়ার ফাইনালে ওঠার টিকিট পেয়ে যাবেন। সেখানে ২৫ বছর বয়সী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ প্রথম প্রয়াসেই ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালের টিকিট পেয়ে যান। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ৮৫.৫০ মিটার থ্রো। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব শুরু শুরু হয়েছে ১ জুলাই। টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজের সবচেয়ে সেরা পারফরম্যান্স ৮৯.৯৪ মিটার। তা তিনি ২০২২ সালের ৩০ জুন ডায়মন্ড লিগে করেছিলেন।
চলতি বিশ্ব মিটে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি ফাইনালে প্রবেশ করেছেন নীরজ। তাঁর সঙ্গে আর এক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ‘এ’ গ্রুপে ছিলেন। তিনি ডি.পি মনু। ‘এ’ গ্রুপের থ্রো শেষ হওয়ার পর তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। কোয়ালিফিকেশন রাউন্ডের মনুর সেরা থ্রো ৮১.৩১ মিটার। যেহেতু তিনি তালিকার তিন নম্বরে রয়েছেন, তাই ফাইনালের ছাড়পত্র পাওয়ার দৌড়ে রয়েছেন।