Novak Djokovic: ২২তম গ্র্যান্ড স্লামের হাতছানি, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ
Australian Open 2023: কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্লামের খোঁজে এসেছিলেন। লক্ষ্যের থেকে আর মাত্র একধাপ দূরে তিনি। শুক্রবার ঝড়ের গতিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রবেশ করলেন সার্বিয়ান টেনিস তারকা।

মেলবোর্ন: অবসরে রজার ফেডেরার। চোট পেয়ে দ্রুত বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। বিগ থ্রি-র মধ্যে শুধুমাত্র নোভাক জকোভিচ (Novak Djokovic) স্বমহিমায় রয়েছেন ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে। এক বছর আগের কোভিড ভ্যাকসিন বিতর্ক দূরে ছুঁড়ে মেলবোর্নের কোর্টে ফিরেছেন দাপুটে জোকার। কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্লামের খোঁজে এসেছিলেন। লক্ষ্যের থেকে আর মাত্র একধাপ দূরে তিনি। শুক্রবার ঝড়ের গতিতে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) ফাইনালে প্রবেশ করলেন সার্বিয়ান টেনিস তারকা। সেমিফাইনালে রড লেভার এরিনায় নোভাকের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার থমাস জন রবার্ট বা টমি পল। ২৫ বছরের টমিকে ৭-৫, ৬-১, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে প্রবেশ করেছেন নোভাক। কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম আর মাত্র এক কদম দূরে। ম্যাচের বিস্তারিত TV9 Bangla–র এই প্রতিবেদনে।
পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। নোভাকের গ্র্যান্ড স্লামের সংখ্যা ২১। কোভিড ভ্যাকসিন নিতে না চাওয়ার জেদ তাঁকে গ্র্যান্ড স্লামের সংখ্যা ও ব়্যাঙ্কিংয়ে পিছনে ফেলে দিয়েছিল। জায়গাটা পূরণ করার চেষ্টায় নেমেছেন সার্বিয়ান টেনিস তারকা। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জিতলেই গ্র্যান্ড স্লামের সংখ্যায় নাদালকে ধরে ফেলবেন, যিনি বর্তমানে বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন। আপাতত দু’মাস কোর্টের বাইরে স্প্যানিশ টেনিস তারকা। অন্যদিকে নোভাক রয়েছেন দুরন্ত ছন্দে। সেমিফাইনালে ২৫ বছরের টমি পলকে স্রেফ উড়িয়ে দিলেন। প্রথম সেটে টমি কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন। ৭-৫ ব্যবধানে শেষ হয় প্রথম সেট। শেষ দুটি সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। বাকি দুটি সেট ৬-১, ৬-২ ব্যবধানে জেতেন।
#AusOpen semifinals: ✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️#AusOpen finals: ?????????❓
Will X mark the spot for @DjokerNole on Sunday?@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AO2023 pic.twitter.com/lcx6Wnm3dT
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। রড লেভার এরিনায় ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ ফাইনালে নামবেন জকোভিচ। প্রতিপক্ষ গ্রিক টেনিস খেলোয়াড় স্টেফানোস সিসিপাস।





