Novak Djokovic: বেলগ্রেদে বিখ্যাত ব্যালকনি সেলিব্রেশনের মধ্যমণি, কেঁদে ফেললেন জোকার
কেরিয়ারে চতুর্থ ইউএস ওপেন আর একবার তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে টেনিসে। তার থেকেও বড় কথা হল, কেরিয়ারে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে ফেললেন তিনি। ওপেন এরায় একমাত্র এই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্টের। আর একটা গ্র্যান্ড স্লাম জিতলেই টেনিস দুনিয়ায় সর্বকালের সেরার আসনে বসে পড়বেন জোকার।
বেলগ্রেদ: ওপেন এরায় কিংবদন্তির স্তরে উঠে গিয়েছেন সার্বিয়ান টেনিস প্লেয়ার। পিছনে ফেলে দিয়েছেন রজার ফেডেরার (Roger Federer), রাফায়েল নাদালকে (Rafael Nadal)। নোভাক জকোভিচ (Novak Djokovic) ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের সঙ্গে মিশে গিয়েছে সার্বিয়া জাতীয় টিমের বাস্কেটবল বিশ্বকাপে (Basketball World Cup 2023) রুপো পাওয়া। বাস্কেটবল টিম ও জোকাররে বেলগ্রেদে বিখ্যাত ব্যালকনি সংবর্ধনা দেওয়া হল। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অগণিত জনতা। যাঁরা দেশীয় নায়কদের দেখার জন্য মুখিয়ে ছিলেন। জোকারের দেখা মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সার্বিয়ান জনতা। যা দেখে কেঁদে ফেললেন জোকার। TV9Bangla Sportsএ বিস্তারিত।
ব্যালকনি সেলিব্রেশনের সময় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জোকার। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখনই কেঁদে ফেলেন এই মুহূর্তে টেনিস দুনিয়ার সবচেয়ে বড় তারকা। সংবর্ধনায় বাস্কেটবল টিম থাকলেও আকর্ষণের কেন্দ্রে ছিলেন তিনিই। তাঁকে ঘিরে যে এমন উন্মাদনা দেখাতে পারে দেশের মানুষজন, হয়তো ভাবেননি জকোভিচ। সেই কারণেই আবেগে কেঁদে ফেলেন তিনি।
Novak Djokovic received a heroes welcome in Serbia tonight.
His tears say everything. 😭❤️pic.twitter.com/vUjtH7675V
— Danny 🐊 (@DjokovicFan_) September 12, 2023
কেরিয়ারে চতুর্থ ইউএস ওপেন আর একবার তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে টেনিসে। তার থেকেও বড় কথা হল, কেরিয়ারে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে ফেললেন তিনি। ওপেন এরায় একমাত্র এই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্টের। আর একটা গ্র্যান্ড স্লাম জিতলেই টেনিস দুনিয়ায় সর্বকালের সেরার আসনে বসে পড়বেন জোকার। ধারাবাহিক সাফল্যের পরও সার্বিয়ান টেনিস তারকা মাটির মানুষ। ধরাছোঁয়ার মধ্যে। এই কারণে জোকার যেন মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তামাম বিশ্বের।