Novak Djokovic : ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের থেকে তিন কদম দূরে জকোভিচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 11, 2023 | 10:16 AM

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন। প্রতিপক্ষ হুবার্ট হুরকাজকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ আটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

Novak Djokovic : ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের থেকে তিন কদম দূরে জকোভিচ
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন : পুরুষদের টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গ্র্যান্ড স্লাম এখন তাঁর ঝুলিতে। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ আরও একটি গ্র্যান্ড স্লামের দিকে এগোচ্ছেন। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন জোকার (Novak Djokovic)। ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র তিনটি ধাপ পার করতে হবে তাঁকে। রাফায়েল নাদালের থেকে গ্র্যান্ড স্লাম জয়ের ব্যবধান আরও একটু বাড়িয়ে নিতে পারবেন। ২০২২ সালে উইম্বলডনের খেতাব উঠেছিল জকোভিচের হাতে। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের অনুপস্থিতিতে জকোভিচের দিকে নজর টেনিস বিশ্বের। ঐতিহ্যের উইলম্বডনেও (Wimbledon 2023) তরতরিয়ে এগোচ্ছেন নোভাক। প্রতিপক্ষ হুবার্ট হুরকাজকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ আটে পা রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চার সেটের ম্যাচ জিতেছেন ৭-৬ (৬), ৭-৬ (৬), ৫-৭, ৬-৪ ব্যবধানে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

এই নিয়ে ১৪ বার উইলম্বডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ। উইম্বলডনে চলছে রাতের কার্ফু। যার প্রভাব পড়ে নোভাক জকোভিচের ম্যাচের উপর। হুবার্ট হুরকাজের বিরুদ্ধে তাঁর চতুর্থ রাউন্ডের ম্যাচটি মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। মাত্র দুটি সেট খেলা হয়েছিল। রাত ১০.৩৫ নাগাদ রেফারি খেলা বন্ধ করে দেন কারণ ১১টা থেকে কার্ফু শুরু। এই সময়ের মধ্যে ম্যাচ শেষ করা কার্যত অসম্ভব ছিল। প্রথম দুটি সেটে ৭-৬, ৭-৬ এগিয়ে ছিলেন জোকার। সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পরদিন কোর্টে নেমে তৃতীয় সেট খুইয়ে ফেলেন। শেষমেশ ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন।

জকোভিচ জানিয়েছেন, খুব সহজেই ম্যাচ জিতে গিয়েছেন এমনটা নয়। বরং বেশ ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। তিনি বলেন, “সত্যি কথা বলতে প্রতিপক্ষের সার্ভিসের সময় কখনও এত সমস্যায় পড়িনি। বিপক্ষের শক্তিশালী সার্ভিসের কারণেই এমনটা হয়েছে।” হুরকাজ উইম্বলডনে ৬৭ গেম পর্যন্ত সার্ভিস খোয়াননি। চতুর্থ রাউন্ডের ম্যাচের চতুর্থ সেটে প্রথম বার টুর্নামেন্টে হুরকাজের সার্ভিস ভেঙে দেন জকোভিচ।

Next Article