Novak Djokovic : শীর্ষে ফিরলেন নোভাক, একশো-তেও নেই রাফা

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Jun 13, 2023 | 4:09 PM

Rafael Nadal, ATP Ranking : সদ্য প্রকাশিত এটিপি ক্রমতালিকা অনুযায়ী ফরাসি ওপেনের সেমিফাইনালে বিদায় নেওয়া কার্লোস আলকারাজ দ্বিতীয় স্থানে রয়েছেন। দু-ধাপ উঠে শীর্ষে নোভাক। ৩৭ বছরের রাফায়েল নাদাল ১৫ নম্বর থেকে নেমে গেলে ১৩৬তম স্থানে।

Novak Djokovic : শীর্ষে ফিরলেন নোভাক, একশো-তেও নেই রাফা
Image Credit source: twitter

Follow Us

লন্ডন : ফরাসি ওপেন জিতে ইতিহাস গড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। পুরুষদের টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এ মরসুমের প্রথম দুটো গ্র্যান্ড স্লাম নোভাকের দখলে। মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে সংখ্যায় ছুঁয়েছিলেন কিংবদন্তি রাফায়ল নাদালকে। চলতি বছর আরও দুটো  গ্র্যান্ড স্লাম পাবেন জোকার। তা যদি জিততে পারেন, তা হলে টেনিসের ইতিহাসে সর্বকালের সেরার তালিকায় ঢুকে পড়তে পারেন। মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম রয়েছে মার্গারেটা কোর্টের। ২৪টা গ্র্যান্ড স্লাম জিতেছিলেন তিনি। ২৩টা রয়েছে সেরেনা উইলিয়ামসের। আর ছেলেদের টেনিসে ২০টা গ্র্যান্ড স্লাম রয়েছে রজার ফেডেরারের। ২২টা নাদালের। এঁদের দু’জনকে টপকে গিয়ে ২৩-এ পৌঁছে গিয়েছেন নোভাক। যদি পরের দুটো গ্র্যান্ড স্লাম জিততে পারেন, তা হলে ২৫টা গ্র্যান্ড স্লাম হবে তাঁর। ফরাসি ওপেনের ফাইনালে গত বারের রানার্স নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫’র স্ট্রেট সেটে হারান নোভাক জকোভিচ। ট্রফির পথে সেমিফাইনালে হারিয়েছিলেন তরুণ স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে। ফরাসি ওপেনের পরই এটিপি ক্রমতালিকায় ব্যাপক পরিবর্তন হল। পুনরায় শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম একশোতেও নেই স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এটিপি ক্রমতালিকায় এতদিন শীর্ষস্থানে ছিলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। গত বছর যুক্তরাষ্ট্র ওপেন জয়ের পরই শীর্ষস্থান দখল করেছিলেন। তবে সেই জায়গা পুনরুদ্ধার করলেন নোভাক। কিন্তু ২০ বছরের ইতিহাসে এই প্রথম ক্রমতালিকায় প্রথম একশোতে নেই রাফায়েল নাদাল। গত কয়েক বছর চোট সমস্যায় কাঁবু স্প্যানিশ তারকা। তাঁর কেরিয়ারই শেষ হতে চলেছিল। গত বছর ফরাসি ওপেন জিতে ভালো ছন্দে ছিলেন। ফের চোট পান। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় ফের চোট। জানুয়ারি থেকে আর কোর্টে ফেরেননি রাফা। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নাদাল জানিয়েছেন, আগামী বছরই হয়তো অবসর নিতে চলেছেন। ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফা। এর মধ্যে ফরাসি ওপেন জিতেছেন রেকর্ড ১৪টি।

সদ্য প্রকাশিত এটিপি ক্রমতালিকা অনুযায়ী ফরাসি ওপেনের সেমিফাইনালে বিদায় নেওয়া কার্লোস আলকারাজ দ্বিতীয় স্থানে রয়েছেন। দু-ধাপ উঠে শীর্ষে নোভাক। ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন দানিল মেদমেদেভ। তৃতীয় স্থানে নেমেছেন তিনি। টানা দু-বার ফরাসি ওপেনে রানার্স নরওয়ের ক্যাসপার রুড তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ৩৭ বছরের রাফায়েল নাদাল ১৫ নম্বর থেকে নেমে গেলে ১৩৬তম স্থানে। মহিলাদের টেনিসে শীর্ষস্থান ধরে রাখলেন ফরাসি ওপেন জয়ী ইগা স্বোয়াতেক।

Next Article