Novak Djokovic: আদালতের রায়ের বিরুদ্ধে আর আবেদন করবেন না জোকার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 16, 2022 | 2:55 PM

এক বিবৃতিতে বলেছেন, ‘আমি প্রচন্ড হতাশ বললে কমই বলা হয়। ফেডেরাল বিচারপতি আমার ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন। এর অর্থ হল, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না। অস্ট্রেলিয়ান ওপেনেও নামতে পারব না। প্রচন্ড কষ্ট পেয়েছি আমি। তার পরও বলছি, কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, তাকে সম্মান জানাচ্ছি। এই দেশ ছেড়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সহযোগিতা করব।’

Novak Djokovic: আদালতের রায়ের বিরুদ্ধে আর আবেদন করবেন না জোকার
নোভাক জকোভিচ। ছবি: টুইটার

Follow Us

মেলবোর্ন‌: অস্ট্রেলিয়ান সরকারের দ্বিতীয় বার ভিসা বাতিলের সিদ্ধান্তকেই বহাল রাখল ফেডেরাল কোর্ট। যার অর্থ হল, সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামতে পারছেন না নোভাক জকোভিচ (Novak Djokovic)। তাঁকে দেশে ফিরে যেতে হবে। প্রশ্ন হল, জোকার কি আবার পাল্টা আবেদন করবেন? না, তিনি আর তা চাইছেন না। বিশ্বের এক নম্বর টেনিস তারকার কাছে এটা বিরাট ধাক্কা। অস্ট্রেলিয়ান ওপেনে না নামতে পারার জন্য র‍্যাঙ্কিংয়েও ধাক্কা খেতে পারেন জোকার। সার্বিয়ান টেনিস তারকা এক নম্বর জায়গাটা হয়তো আর ধরে রাখতে পারবেন না। দুইয়ে থাকা রাশিয়ান টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভ (Daniil Medvedev) একে উঠতে আসতে পারেন। জোকার যে ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন, তা আর গোপন রাখেননি। এক বিবৃতিতে বলেছেন, ‘আমি প্রচন্ড হতাশ বললে কমই বলা হয়। ফেডেরাল বিচারপতি আমার ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন। এর অর্থ হল, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না। অস্ট্রেলিয়ান ওপেনেও নামতে পারব না। প্রচন্ড কষ্ট পেয়েছি আমি। তার পরও বলছি, কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, তাকে সম্মান জানাচ্ছি। এই দেশ ছেড়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সহযোগিতা করব।’

 

জোকার যে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারবেন না, শনিবারই পরিষ্কার হয়ে গিয়েছিল। রবিবার ফেডেরাল আদালতের রায়ের দিকে তবু তাকিয়েছিলেন তিনি, যদি কোনও ভাবে পরিস্থিতি বদলায়। তা কার্যত হল না। গত ১০ দিন জোকারকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার টেনিস সার্কিটে কখনও হয়নি। আর তাই টেনিস দুনিয়ার অধিকাংশ প্লেয়ার তাঁর পাশে দাঁড়াচ্ছেন।

 

জকোভিচ বলেছেন, ‘গত দুটো সপ্তাহ ধরে এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে, সমস্ত ফোকাসই আমার উপর ছিল। আশা করি এ বার সবাই টেনিসে মন দিতে পারবে। অস্ট্রেলিয়ান ওপেনে যারা নামবে, তাদের সবাইকে অভিনন্দন রইল। ধন্যবাদ জানাব আমার পরিবার, টিম, বন্ধু, সমর্থকদের, সার্বিয়ানদের, যারা আমার পাশে সব সময় ছিল। ওরাই আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছিল।’

 

আরও পড়ুন: Novak Djokovic: আদালতে হার, জোকারকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

Next Article