Wimbledon: নোভাক জকোভিচের অনন্য নজির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 28, 2022 | 1:16 AM

জার্মানির জান-লেনার্ড স্ট্রাফের বিরুদ্ধে ৩০টি এস মারেন ১৯-র আলকারাজ।

Wimbledon: নোভাক জকোভিচের অনন্য নজির
Image Credit source: WIMBLEDON

Follow Us

 

লন্ডন: উইম্বলডনে ফিরেই নজির। গতবারের চ্যাম্পিয়ন এদিন ৮০ তম ম্যাচ জেতেন। উইম্বলডনের প্রথম দিন জোকারময়। প্রথম রাউন্ডে তিনি হারালেন দক্ষিণ কোরিয়ার কিওন সুন উ-কে। উইম্বলডনে টানা ২২ ম্যাচ ম্যাচে জয়। প্রথম টেনিস প্লেয়ার হিসেবে চারটি গ্র্যান্ড স্লামেই সিঙ্গলসে ৮০ টির বেশি ম্যাচ জেতার নজির গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। যুক্তরাষ্ট্র ওপেনে ৮১, অস্ট্রেলিয়ান ওপেনে ৮২ এবং ফরাসি ওপেনে ৮৫ ম্যাচ জিতেছেন নোভাক। এবার উইম্বলডনে ৮০-র ঘরে। যদিও সহজ জয় আসেনি। বিশ্বের ৮১ নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ সেটের কঠিন লড়াই জিততে হয়েছে। নোভাকের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪। এবার উইম্বলডন (Wimbledon) জিতলেই গ্র্যান্ড স্লাম সংখ্যায় রজার ফেডেরারকে ছাপিয়ে যাবেন সার্বিয়ান তারকা।

 

নজির গড়ে নোভাক জকোভিচ বলছেন, আগেও বলেছি, উইম্বলডন আমার কাছে স্পেশাল। ছোটবেলায় এখানে খেলার এবং জেতার স্বপ্ন দেখতাম। সেটা সত্যি হয়েছে। উইম্বলডনের সেন্টার কোর্টে ফিরতে পেরে আমি গর্বিত।  উইম্বলডনে ৮০ তম ম্যাচ জয় প্রসঙ্গে বলছেন, টেনিস আমাকে সবকিছু দিয়েছে। আমি এই খেলার প্রতি চির ঋণী। হৃদয় থেকে ভালোবাসি এই খেলাকে। বাকি সকলের মতো আমিও এই খেলার প্রতি দায়বদ্ধ। এখন আর তরুণ খেলোয়াড় নই। তবে তখনকার মতোই টেনিসের মতো টান রয়ে গিয়েছে। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখন ৮০ হয়েই গেল, ১০০-র দিকে এগনো যাক।

 

প্রথম দিনই বড় ধাক্কা। প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন প্রতিযোগিতার সপ্তম বাছাই হুবার্ট হুরকাজ। পাঁচ সেটের লড়াইয়ে হার আলেজান্দ্রো দাভিনোভিচ ফোকিনার কাছে। পোল্যান্ডের হুরকাজের বিরুদ্ধে ৭-৬ (৭-৪), ৬-৪, ৫-৭, ২-৬, ৭-৬ (১০-৮) রুদ্ধশ্বাস লড়াই জিতলেন স্পেনের ফোকিনা। গত বারের উইম্বলডনে সেমিফাইনালে যাওয়ার পথে দানিল মেদভেদেভ এবং রজার ফেডেরারকে হারিয়েছিলেন হুরকাজ। শেষ সেটে টাইব্রেকারে ৭-৪ এ এগিয়ে থেকেও হার হুরকাজের।

প্রথম রাউন্ডে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তরুণ স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। দু-বার  পিছিয়ে পড়ে পঞ্চম সেটে জয়। জার্মানির জান-লেনার্ড স্ট্রাফের বিরুদ্ধে ৩০টি এস মারেন ১৯-র আলকারাজ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-৪। মেয়েদের সিঙ্গলসেও তারুণ্যের জয়। উইম্বলডনে ঐতিহ্যের সেন্টার কোর্টে অভিষেকেই জয় এমা রাডুকানুর। যুক্তরাষ্ট ওপেন জয়ী রাডুকানু ৬-৪, ৬-৪’র স্ট্রেট সেটে হারালেন অ্যালিসন ভ্যান ইতভাঙ্ককে।

 

Next Article