Neeraj Chopra: ক্লান্ত নীরজ জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয়; পঞ্চম স্থানে শেষ করলেন শ্রীশঙ্কর

Zurich Diamond League: এর আগে ডায়মন্ড লিগের বেশ কিছু ইভেন্টের পাশাপাশি চ্যাম্পিয়নও হয়েছেন। ডায়মন্ডের নতুন লিগে এ দিন জুরিখ পর্বে নেমেছিলেন নীরজ চোপড়া। বিশ্ব চ্যাম্পিয়ন নীরজের পাশাপাশি নজর ছিল লং জাম্পে ভারতের মুরলি শ্রীশঙ্করের দিকে।

Neeraj Chopra: ক্লান্ত নীরজ জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয়; পঞ্চম স্থানে শেষ করলেন শ্রীশঙ্কর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 2:17 AM

জুরিখ: একের পর এক ইভেন্ট। এতদিনের প্রতীক্ষা ছিল অ্যাথলেটিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার ফোকাস ছিল এই ইভেন্টেই। পাখির চোখেই নিশানা লাগিয়েছিলেন। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছেন। গত কয়েক বছরে একের পর এক সাফল্যের সিঁড়ি পার করেছেন দেশের গর্ব নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনার পদকে ইতিহাস গড়েছিলেন। দেশের অপ্রাপ্তি ছিল অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা। সেই স্বপ্ন সত্যি করেছেন ক’দিন হল। এর আগে ডায়মন্ড লিগের বেশ কিছু ইভেন্টের পাশাপাশি চ্যাম্পিয়নও হয়েছেন। ডায়মন্ডের নতুন লিগে এ দিন জুরিখ পর্বে নেমেছিলেন নীরজ চোপড়া। বিশ্ব চ্যাম্পিয়ন নীরজের পাশাপাশি নজর ছিল লং জাম্পে ভারতের মুরলি শ্রীশঙ্করের দিকে। ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় হলেন নীরজ। শ্রীশঙ্কর পঞ্চম। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্লান্ত নীরজ চোপড়া শুরু করলেন ৮০.৭৯ মিটার ছুড়ে। সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন, দেশের হয়ে ইতিহাস গড়েছেন। ডায়মন্ড লিগে এ বারের সংস্করণে অপরাজিত নীরজ। জুরিখে আরও একটা বড় ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় থ্রো অবশ্য ফাউল হল। চতুর্থ রাউন্ডে প্রত্যাবর্তন। ৮৫.২২ মিটার থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ফের ফাউল। ষষ্ঠ অর্থাৎ ফাইনাল থ্রো-তে ৮৫.৭১ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। শীর্ষস্থান দখল করেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ। তিনি ছুড়েছেন ৮৫.৮৬ মিটার। নীরজ সামান্য ব্যবধানে দ্বিতীয়। জার্মানির জুলিয়েন ওয়েবার ৮৫.০৪ মিটারে তৃতীয়।

ডায়মন্ড লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। এ বারও ফাইনাল নিশ্চিত করেছেন। ১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ফাইনাল। এ মরসুমের ডায়মন্ড লিগে দোহা, লসেন পর্বে জিতেছেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার ছুড়ে সোনা জিতেছেন। জুরিখে যে সঙ্গী ছিল ক্লান্তি, এ বিষয়ে সন্দেহ নেই। একশো শতাংশ দিতে পারেননি নীরজ। জুরিখে ইভেন্টের আগে সাংবাদিক সম্মেলনে নীরজ জানিয়েছিলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর থেকেই কাঁধ এবং পিঠে ব্যাথা হচ্ছে তাঁর। পুরো ফিট না থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থান, সহজ নয়।