Billiards Championship: পঙ্কজের মুকুটে নয়া পালক, ২৬তম বিশ্বখেতাব জিতেলেন ভারতীয় তারকা

Pankaj Advani: দোহায় আয়জিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। পঙ্কজের ২৬ তম খেতাব এটি। ফাইনালে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ কোঠারিকে হারিয়ে সাফল্য় পেলেন পঙ্কজ। গত বারও সৌরভকে হারিয়েইছিলেন তিনি। ফলাফল ১০০০-৪১৬। জয়ের পর পঙ্কজ বলছেন, "ধারাবাহিকতাই সাফল্যের মূল মন্ত্র।"

Billiards Championship: পঙ্কজের মুকুটে নয়া পালক, ২৬তম বিশ্বখেতাব জিতেলেন ভারতীয় তারকা
পঙ্কজ আডবানী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 2:55 PM

কাতার: ভারতীয় বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবানীর (Pankaj Advani) ঝুলিতে যোগ হল আরও একটি সাফল্য। দোহায় আয়জিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ (IBSF World Billiards Championship) জিতলেন তিনি। পঙ্কজের ২৬ তম খেতাব এটি। ফাইনালে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ কোঠারিকে (Sourav Kothari) হারিয়ে সাফল্য় পেলেন পঙ্কজ। ফলাফল ১০০০-৪১৬। গত বারও সৌরভকে হারিয়েইছিলেন তিনি। জয়ের পর পঙ্কজ বলছেন, “ধারাবাহিকতাই সাফল্যের মূল মন্ত্র।” এই প্রসঙ্গে আর কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পঙ্কজের  সাফল্য়ের ঝুলিতে যোগ হল ২৬ তম খেতাব। প্রথম বিশ্বখেতাবের স্বাদ পেয়েছিলেন ২০০৩ সালে । এই নিয়ে লং ফরম্যাটে নবম সাফল্য় পেলেন। শুধু তাই নয়, পয়েন্ট ফরম্য়াটে জিতেছেন আট বার। আর  বিশ্ব টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এক বার। পঙ্কজের কাছে সাফল্য়ের মূল মন্ত্র ধারাবাহিকতা। জিতে বলছেন, “দেশের হয়ে পদক জেতা জীবনের অন্যতম অনুপ্রেরণা আগেও জিতেছি, তাই এই আনন্দের অনুভূতিটা চেনা। আমার কাছে ধারাবাহিকতাটাই সব। বার বার জিততে পারাটা সব কষ্ট, সব পরিশ্রমকে সার্থক করে দেয়।”

ফাইনালে সৌরভ কোঠারিকে হারিয়েছেন পঙ্কজ। গত বারও পঙ্কজের কাছে হারতে হয়েছিল সৌরভকে। এ বার হারের পর সৌরভ বললেন, “আমার সেমিফাইনাল প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল। ফলে ফাইনালের জন্য খুব বেশি সময় পাইনি। ক্লান্ত হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম।” প্রসঙ্গত, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ধ্রুব সিতওয়ালাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সৌরভ। কিন্তু ফাইনালে আর ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর।