Pankaj Advani: বিশ্বখেতাব জয় ভারতীয় তারকা পঙ্কজের, হারিয়ে দিলেন সৌরভকে

World Billiards Championships: ২৬তম বিশ্বজয় করেছিলেন কিছুদিন আগেই। এ বার পেলেন ২৭ তম সাফল্য। দোহায় আয়োজিত বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ। পিটিআই সূত্রে থবর, এটি ভারতীয় বিলিয়ার্ডস তারকার ২৭তম বিশ্বজয়। আর এক ভারতীয় তারকা সৌরভ কোঠারিকে (Sourav Kothari)  ৫-০ ব্যবধানে হারিয়ে এই খেতাব নিজের করলেন পঙ্কজ। এটা তাঁর পঞ্চম গ্র্যান্ড ডবলস জয়।

Pankaj Advani: বিশ্বখেতাব জয় ভারতীয় তারকা পঙ্কজের, হারিয়ে দিলেন সৌরভকে
পঙ্কজ আডবানী

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 26, 2023 | 2:03 PM

কাতার: ফের সাফল্য। ভারতীয় বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবানীর (Pankaj Advani )মুকুটে নয়া পালক। ২৬তম বিশ্বজয় করেছিলেন কিছুদিন আগেই। এ বার পেলেন ২৭ তম সাফল্য। দোহায় আয়োজিত বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ(IBSF World Billiards Championship) জিতলেন পঙ্কজ। পিটিআই সূত্রে থবর, এটি ভারতীয় বিলিয়ার্ডস তারকার ২৭তম বিশ্বজয়। আর এক ভারতীয় তারকা সৌরভ কোঠারিকে (Sourav Kothari)  ৫-০ ব্যবধানে হারিয়ে এই খেতাব নিজের করলেন পঙ্কজ। এটা তাঁর পঞ্চম গ্র্যান্ড ডবলস জয়। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 


সম্প্রতি লং ফরম্যাটে সৌরভ কোঠারিকে ১০০০ পয়েন্টে হারিয়েছেন পঙ্কজ। সাফল্যের পর জানিয়েছিলেন, ধারাবাহিকতাই তাঁর কাছে সাফ্যলের মূল মন্ত্র। বিশ্বখেতাব জিতে নিজের কথাই রাখলেন পঙ্কজ। জয়রথ ধরে রাখলেন ভারতীয় তারকা। শুরুতে শর্ট ফরম্যাটে সৌরভ কোঠারি তাঁর থেকে এগিয়ে গেলেও, শেষে তাঁকে ছাপিয়ে যান পঙ্কজ। প্রথম বিশ্বখেতাব জিতেছিলেন ২০০৩ সালে । এই নিয়ে পয়েন্ট ফরম্য়াটে জিতেলেন নবম বার।

গ্র্যান্ড ডবসল জেতার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পঙ্কজ। সামাজিক মাধ্যাম X-এ তিনি লেখেন, “গ্র্যান্ড ডবলস! এই সপ্তাহটা দারুণ কাটলো। দুটো বিশ্বখেতাব জিতলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য ও পাশে থাকার জন্য। আপনাদের থেকে অনেক শুভেচ্ছাবার্তা পেয়েছি। আমি আপ্লুত।”