Tokyo Paralympics : “নতুন ভারত পদকের জন্য চাপ দেয়না”

মারিয়াপ্পান থাঙ্গাভেলু থেকে প্যারা শুটার জ্যোতি বালান, প্রত্যেকের সঙ্গে এদিন আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের জীবনের লড়াই শোনেন প্রধানমন্ত্রী।শুভেচ্ছা জানান প্রত্যেককে।

Tokyo Paralympics : নতুন ভারত পদকের জন্য চাপ দেয়না
প্যারা অলিম্পিয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 2:52 PM

নয়াদিল্লিঃ সিন্ধুরা অলিম্পিক অভিযানে যাওয়ার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন।এবার প্যারা অলিম্পিয়ানদের টোকিও যাওয়ার আগে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভরসা জোগাতে এদিন প্রধানমন্ত্রীর ‘পেপ টক’ ছিল প্যারা অলিম্পিয়ানদের জন্য। চলতি সপ্তাহের শেষেই টোকিও উড়ে যাচ্ছেন ভারতের প্যারা অলিম্পিয়ানরা।

এদিন ভিডিও কনফারেন্সে ভারতের প্যারা অলিম্পিয়নদের প্রধানমন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি তোমাদের কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিলেও তোমরা হাল ছেড়ে দাওনি।এটাই হল আসল স্পোর্টসম্যানশীপ।তোমাদের পদক খুব গুরুত্বপূর্ণ। তবে নতুন ভারত কখনও পদকের জন্য চাপ দেয়। নতুন ভারত বলে, যাও নিজেদের ১০০% উজাড় করে দাও।”

অনুষ্ঠানে প্যারা অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া বলেন, “আপনি বরাবর প্যারা অ্যাথলিটদের অনুপ্রেরণা জুগিয়েছেন। যেটা আমাদের কাছে বড় ব্যপার । আমার বয়স যখন ৯, তখন আমি আমার হাত হারাই। তারপর ভেবেছিলাম কিভাবে ফিরে আসব? অবশেষে জ্যাভলিন হাতে তুলে নিই। এখন জ্যাভলিন নিয়ে বিছানায় ঘুমোত যাই। আমার স্ত্রী খুবই সমর্থন করেন। রিও অলিম্পিকে পদক পোয়েছিলাম।এবার আরও পরিশ্রম করেছি।”

মারিয়াপ্পান থাঙ্গাভেলু থেকে প্যারা শুটার জ্যোতি বালান, প্রত্যেকের সঙ্গে এদিন আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের জীবনের লড়াই শোনেন প্রধানমন্ত্রী।শুভেচ্ছা জানান প্রত্যেককে। প্রসঙ্গত, ৫৪জনের প্যারা অ্যাথলিটদের দল এবার যাচ্ছে অলিম্পিকে। এত বড় দল এই প্রথম।আগামি ২৪শে আগস্ট থেকে শুরু হবে প্যারা অলিম্পিক। ২৭ তারিখ থেকে শুরু হবে ভারতের প্রতিযোগিতা। টুর্নামেন্ট চলবে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত।