Pro Panja League: এক হাত হবে নাকি? ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে এবার এন্ট্রি প্রো পাঞ্জা লিগের!

Panja: এমন নয় যে পাঞ্জা লড়াই এই প্রথম হচ্ছে। জাতীয় স্তরে নানা টুর্নামেন্ট হয়। যাঁরা পাঞ্জা লড়াই করেন, তাঁদের বলা আর্ম রেসলার। পাঞ্জা লিগের প্রথম এডিশনে খেলতে দেখা যাবে ৬টা টিমকে।

Pro Panja League: এক হাত হবে নাকি? ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে এবার এন্ট্রি প্রো পাঞ্জা লিগের!
এক হাত হবে নাকি? ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে এবার এন্ট্রি প্রো পাঞ্জা লিগের!Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 22, 2023 | 10:11 PM

নয়াদিল্লি: এতদিন স্কুলের বেঞ্চ, কলেজ ক্যান্টিন, পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকান ছিল আসর। টেবল কিংবা টানা চেয়ারে ‘এক হাত হয়ে যাক’ বলার লোকের অভাব ছিল না। কে জানত এই ‘এক হাত’ হয়ে উঠবে আইপিএলের (IPL) মতো লিগ। পাঞ্জা লড়ার জমজমাট লিগ আসতে চলেছে ২৮ জুলাই থেকে। রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পাঞ্জা লড়াই চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। আইপিএল শুরু হওয়ার পর থেকে এ দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের (Franchise League) রমরমা। ফুটবল, হকি, কবাডি, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং থেকে আরও অনেক খেলার ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। কিছু বন্ধ হয়ে গিয়েছে। কিছু চলছে রমরমিয়ে। সেই তালিকায় এ বার নাম জুড়ে যেতে চলেছে পাঞ্জা লিগের। যার গাল ভরা নাম— প্রো পাঞ্জা লিগ (Pro Panja League)। এই লিগ কেমন? কারা খেলছেন? ফর্ম্যাটই বা কেমন? TV9Bangla Sports খোঁজ দিল সব কিছুর।

এমন নয় যে পাঞ্জা লড়াই এই প্রথম হচ্ছে। জাতীয় স্তরে নানা টুর্নামেন্ট হয়। যাঁরা পাঞ্জা লড়াই করেন, তাঁদের বলা আর্ম রেসলার। পাঞ্জা লিগের প্রথম এডিশনে খেলতে দেখা যাবে ৬টা টিমকে। কিরাক হায়দরাবাদ, মুম্বই মাসল, রোহতক রাউডিজ়, লুধিয়ানা লায়ন্স, বরোদা বাদশাহ, কোচ্চি কেডি। রাউন্ড রবিন লিগ বেসিসে হবে টুর্নামেন্ট। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে দু’বার খেলবে টিমগুলো। আয়োজকদের বিশ্বাস, পাঞ্জা লিগ দ্রুত জনপ্রিয়তা পেয়ে যাবে। পাঞ্জা লিগে চ্যাম্পিয়ন টিম পাবে ২০ লক্ষ টাকা। রানার্স টিমের মিলবে ৫ লক্ষ টাকা। দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, রাজস্থান, কেরল, বিহার, ওড়িশা, হায়দরাবাদ, অসম, মণিপুর, মেঘালয়, মহারাষ্ট্র, গুজরাটের মতো জায়গা থেকে খুঁজে খুঁজে বের করা হয়েছে পাঞ্জা লড়াকুদের। ট্রায়ালে দেখে বেছে নেওয়া হয়েছে তাঁদের। এই লিগ শুধু ছেলেদের নয়, মেয়েরাও অংশ নেবেন এতে। ক্রমপর্যায় অনুযায়ী তাঁরা পাবেন অর্থ।

বলিউড অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানির স্বামী প্রবীণ ডবাস এই পাঞ্জা লিগের অন্যতম কর্তা। তাঁর কথায়, ‘খেলোয়াড়দের মধ্যে এই লিগ নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। ওরা বেশ কিছুদিন এই টুর্নামেন্টের জন্য ট্রেনিং করছে। জাতীয় স্তরেও তারা নিয়মিত অংশ নেয়। ফলে আর্ম রেসলারদের কাছে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে। ওদের তারকা হওয়ার স্বপ্ন পূরণ হবে।’

পাঞ্জা লিগের পাঞ্চ লাইন— ভারত কা খেল। আয়োজকদের আশা পূরণ করে এই লিগ যদি জনপ্রিয়তা পেয়ে যায়, তা হলে ‘এক হাত’ লড়ে নেওয়ার পুরনো রেওয়াজ যে ছড়িয়ে পড়বে সারা দেশে, তাতে আর সন্দেহ কী!