নয়াদিল্লি: যুক্তরাষ্ট্র ওপেনে এগিয়ে চলেছেন ভারতীয় তারকা শাটলাররা। তিন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার পৌঁছে গিয়েছেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে। অলিম্পিকে ২ বার পদক পাওয়া পিভি সিন্ধু (PV Sindhu) চলতি ইউএস ওপেনে (US Open) সুপার ৩০০ টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। একইসঙ্গে ভারতের তরুণ তুর্কি লক্ষ্য সেনও (Lakshya Sen) পৌঁছে গিয়েছেন শেষ আটের লড়াইয়ে। সিন্ধু ও লক্ষ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাঁদের প্রতিপক্ষদের স্ট্রেট গেমে হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে ওঠা তৃতীয় ভারতীয় শাটলার কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু চাইনিজ তাইপের সুং সু ইউকে স্ট্রেট গেমে হারান। ম্যাচের ফল ২১-১৪, ২১-১২ সিন্ধুর পক্ষে। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লক্ষ্য সেন হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের জান লৌডাকে। ম্যাচের ফল ২১-৮, ২৩-২১। প্রথম গেমে লক্ষ্যর সামনে দাঁড়াতেই পারেননি চেক প্রজাতন্ত্রের শাটলার। যদিও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। তাও শেষ হাসি ফোটে লক্ষ্যর মুখে।
PV Sindhu, Lakshya Sen and S Sankar Muthusamy enter quarterfinals of US Open Super 300 badminton tournament pic.twitter.com/lFZwDUorVN
— Press Trust of India (@PTI_News) July 14, 2023
দিন কয়েক আগেই কানাডা ওপেনের সেমিফাইনাল থেকে ফিরতে হয়েছিল পিভি সিন্ধুকে। অন্যদিকে কানাডা ওপেনে চ্যাম্পিয়ন হয়ে যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে নেমেছেন লক্ষ্য সেন। ফলে তাঁর আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। এ বার কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু নামবেন চিনের গাও ফাং জি-এর বিরুদ্ধে। অন্যদিকে, পুরুষদের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ২ ভারতীয় শাটলার। একদিকে ১৯ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার শঙ্কর সুব্রমনিয়ান। তাঁর সামনে বছর একুশের লক্ষ্য সেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই লক্ষ্য সেন। আর শঙ্কর কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। আর দ্বিতীয় রাউন্ডে শঙ্কর সুব্রমনিয়ান ২১-১৮, ২১-২৩, ২১-১৩ ব্যবধানে হারান ইজরায়েলের ব্যাডমিন্টন প্লেয়ার মিশা জিলবারম্যানকে।