R Praggnanandhaa : দাবা বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ বছরের প্রজ্ঞানন্দ

Chess World Cup 2023 : দেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে পরাজিত করে FIDE দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছেন আর প্রজ্ঞানন্দ। সেমিতে মুখোমুখি হবে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানার।

R Praggnanandhaa : দাবা বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ বছরের প্রজ্ঞানন্দ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 10:38 AM

বাকু : আজারবাইজানে চলছে FIDE দাবা বিশ্বকাপ। প্রতিযোগিতায় কামাল দেখাচ্ছেন দেশের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছেন ১৮ বছরের প্রজ্ঞা। দেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে সাডেন ডেথ টাইব্রেকে ৫-৪ ব্যবধানে হারিয়ে দেন৷ দেশের এই টিনএজার দাবাড়ু সেমিফাইনালে আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানার মুখোমুখি হবেন। ফাইনালে উঠতে পারলে আগামী বছর ক্যান্ডিডেট টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন প্রজ্ঞা। এই টুর্নামেন্টের সেরা তিন দাবাড়ু ক্যান্ডিডেট টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে পৌঁছে প্রজ্ঞানন্দ কার্যত টুর্নামেন্টে নিজের স্থান নিশ্চিত করে ফেলেছেন। কারণ বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন হয়তো প্রতিযোগিতায় অংশ নেবেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দই হলেন একমাত্র ভারতীয় যিনি ক্যান্ডিডেট টুর্নামেন্টে খেলেছেন। প্রজ্ঞানন্দ দ্বিতীয় ভারতীয় হতেই পারেন। বৃহস্পতিবার দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় দাবাড়ু ক্লাসিক্যাল সিরিজে একটি করে বাজি জেতেন। পরে ম্যাচ টাইব্রেকেও ড্র হয়। টাইব্রেকে প্রথম গেম প্রজ্ঞানন্দ জিতেছিলেন। কিন্তু পরের গেম জিতে এরিগাইসি দুর্দান্তভাবে কামব্যাক করেন। এরপর প্রজ্ঞা তৃতীয় গেম জেতেন এবং এরগাইসি চতুর্থটি। ফলে সাডেন ডেথে গড়ায় ম্যাচটি। ৫-৪ ব্যবধানে দেশীয় প্রতিপক্ষকে উড়িয়ে সেমিফাইনালে প্রবেশ করেছেন প্রজ্ঞানন্দ।

ম্যাচের পর এই দুই ভারতীয় দাবাড়ুর প্রশংসা করে টুইট করেন বিখ্যাত কোচ আর বি রমেশ। এক্সে তিনি লিখেছেন, “কী দারুণ একটা ম্যাচ। দুই তরুণ দাবাড়ু খুব ভালো খেলেছে। ওদের লড়াকু মানসিকতার জন্য গর্ব হয়।” প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন প্রজ্ঞানন্দ। অন্য দুই ভারতীয় ১৭ বছরের ডি গুকেশ এবং বিদিত সন্তোষ গুজরাটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন।