Rafael Nadal : ঝুলিতে ২২টি গ্র্যান্ড স্লাম; তাও সেরা দশে থাকবেন না!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 10, 2023 | 9:00 AM

ATP Ranking : প্রথম দশে ঢোকার পর কেরিয়ারে কখনও তালিকার বাইরে থাকেননি রাফায়েল নাদাল। হয়তো প্রথম বার এমন পরিস্থিতি আসতেই পারে তাঁর কেরিয়ারে।

Rafael Nadal : ঝুলিতে ২২টি গ্র্যান্ড স্লাম; তাও সেরা দশে থাকবেন না!
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: ফ্যাব থ্রি-এর অন্যতম। ২০৯ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর ছিলেন। বর্ষসেরা টেনিস তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচ বার। কিন্তু বর্তমানে বিশ্বের সেরা ১০ টেনিস (ATP  Ranking) তারকার তালিকায় একদম শেষের দিকে রয়েছেন তিনি।নিজের কেরিয়ারে ২২টি সিঙ্গলস গ্র্যান্ড স্লামও (22 Grand Slam Men Single Titles) জিতেছেন। ইনি হলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত এক বছর চোটের কারণে নিয়মিত কোর্টে নামতে পারেননি। নানা অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন ৩৬ বছরের এই স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু তাঁর এখন সেরা দশের তালিকার মধ্যে থাকা বেশ কঠিন। প্রায় ১৮ বছর আগে, ১৮ বছর বয়সে, সেরা দশের তালিকায় প্রথম বারের জন্য জায়গা করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু কেন এখন এই সংশয়?বিস্তারিত জেনে নিন TV9 Bangla র এই প্রতিবেদনে।

২০০৫ সালে বার্সেলোনা ওপেন জেতার পরই সেরা দশ টেনিস তারকার তালিকায় এসেছিলেন নাদাল। সেই থেকেই এই তালিকায় নিজের জায়গা দখল করে রেখেছেন তিনি। কিন্তু বর্তমানে চোটের কারণে বেশ চিন্তায় রয়েছেন রাফায়েল নাদাল। নিজের চিরপ্রতিদ্বন্দ্বী রাফার প্রসংশা করে রাফার ধারাবাহিকতার কথা বলেন নোভাক জকোভিচ। চোট সারিয়ে টেনিসের সর্বোচ্চ স্তরে অনবদ্য টেনিস খেলার কথাও উঠে এসেছে জকোভিচের বক্তব্যে। তিনি বলেন, “কখনও কখনও রাফা ছয় মাসের জন্য টেনিস কোর্টের বাইরে থেকেছে। কিন্তু যখনই ফিরে এসেছে, অনবদ্য পারফর্ম করেছে এবং সেরার তালিকায় থেকেছে”। ২০১৫ এবং ২০১৬ সাল খুব একটা ভালো যায়নি নাদালের জন্য। কোনও উল্লেখযোগ্য খেতাবও জেতেননি তিনি এই দুই বছরে। যার ফলে টপ ১০ জায়গা ধরে রাখা বেশ শক্ত হয়ে উঠেছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে তাঁর কামব্যাক নাদালকে সেরা ১০-এর তালিকায় ধরে রাখে।

গত বছরের শেষে মাত্র ৯টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৪টি তে পরাজিত হয়েছেন। ২০০৯ সালের পর এই ঘটনা আর ঘটেনি। আবার ২০২৩ সালে ভালো শুরু করে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। কিন্তু ঠিক এরপরেই আবার চোট পান।ফেব্রুয়ারি এবং মার্চের কোনও টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না রাফায়েল নাদাল। এপ্রিলে মন্টে কার্লো অথবা বার্সেলোনাতে তিনি প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যায়। প্রথম দশে ঢোকার পর কেরিয়ারে কখনও তালিকার বাইরে থাকেননি রাফায়েল নাদাল। হয়তো প্রথম বার এমন পরিস্থিতি আসতেই পারে তাঁর কেরিয়ারে।

Next Article