ISSF World Championship : দেশকে সপ্তম অলিম্পিক কোটা এনে দিলেন ট্র্যাপ শুটার রাজেশ্বরী

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 25, 2023 | 12:30 AM

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সপ্তম অলিম্পিক কোটা পেল ভারত।

ISSF World Championship : দেশকে সপ্তম অলিম্পিক কোটা এনে দিলেন ট্র্যাপ শুটার রাজেশ্বরী

Follow Us

বাকু : শুটিংয়ে দেশকে সপ্তম অলিম্পিক কোটা এনে দিলেন ট্র্যাপ শুটার রাজেশ্বরী কুমারী। বাকুতে চলছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (ISSF World Championship)। প্রতিযোগিতা থেকে এখনও পর্যন্ত পুরুষ ও মহিলা শুটারদের মিলিয়ে সাতটি অলিম্পিক কোটা পেয়েছে ভারত। মেয়েদের ট্র্যাপ শুটিংয়ে দ্বিতীয় মহিলা হিসেবে অলিম্পিক কোটা পেলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে সগুন চৌধুরির। রাজেশ্বরীর (Rajeshwari Kumari) আরও একটি পরিচয় রয়েছে। ৩১ বছরের রাজেশ্বরী কুমারী হলেন কিংবদন্তি শটগান শুটার রণধীর সিংয়ের মেয়ে। অলিম্পিক কোটা পেলেও পদক মিস করেছেন রাজেশ্বরী।  ৩০ শটের মধ্যে তাঁর স্কোর ১৯। ট্র্যাপের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করে অলিম্পিক কোটা হাসিল করেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক না জিতলেও কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স ছিল রাজেশ্বরীর। দুটো রাউন্ড ছিল বুধবার এবং তিনটে বৃহস্পতিবার। ১২৫-র মধ্যে ১২০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। মোট ছয়জন শুটার ফাইনালে ওঠেন। ট্র্যাপের ফাইনালে সোনার পদক জিতেছেন চিনের চুন ই লিন। ৫০ শটের মধ্যে তাঁর স্কোর ৪০। ইতালির জেসিকা রোসি রুপো পেয়েছেন ৩৯ স্কোর গড়ে। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির ক্যাথরিন মুর্চে। ভারতের মেয়েদের ট্র্যাপ শুটিং টিমও পদক জিততে পারেননি। রাজেশ্বরী, মণীষা এবং প্রীতি মিলে ৩৪৪ স্কোর গড়েন।

এ যাবৎ প্যারিস অলিম্পিক কোটা পেয়েছেন সাতজন ভারতীয়। তার মধ্যে ভৌনিশ মেন্ডিরাট্টা (পুরুষদের ট্র্যাপ), রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল (পুরুষদের ১০মিটার এয়ার রাইফেল), স্বপ্নিল কুশালে (পুরুষদের ৩ পজিশন রাইফেল) হলেন পুরুষ শুটার। বাকিরা মহিলা।

Next Article