AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roger Federer : কোল্ডপ্লে-র কনসার্টে যোগ দিলেন ফেডেরার, গাইলেন ‘ডোন্ট প্যানিক’

জুরিখে কোল্ডপ্লের কনসার্টে গিয়েছিলেন গতবছরের শেষে টেনিসকে বিদায় জানানো রজার ফেডেরার। কনসার্ট চলাকালীন ফেডেরারকে মঞ্চে ডেকে নেন ক্রিস মার্টিন।

Roger Federer : কোল্ডপ্লে-র কনসার্টে যোগ দিলেন ফেডেরার, গাইলেন 'ডোন্ট প্যানিক'
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 6:38 PM
Share

জুরিখ : সোমবার থেকে শুরু হয়েছে ২০২৩ সালের উইম্বলডন। অথচ বছরের এই সময়টায় ব্যস্ততা নেই রজার ফেডেরারের (Roger Federer)। জুরিখে পছন্দে রক ব্যান্ডের গান শুনতে গিয়েছিলেন। কনসার্ট চলাকালীন টেনিস কিংবদন্তি নিজেও উঠে পড়লেন স্টেজে। হাতে তুলে নিলেন মাইক। গাইলেন, ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের নতুন অ্যালবাম Parachutes-র নতুন গান ‘ডোন্ট প্যানিক’। এমন সুন্দর মুহূর্তে ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুলে রেখেছেন ফেডেরার। ভিডিয়োতে দেখা যাচ্ছে মাইক হাতে গান গাইছেন ফেডেরার। পাশেই দাঁড়িয়ে ব্যান্ডের লিড ভোকালিস্ট ক্রিস মার্টিন। টুইটারে টেনিস কিংবদন্তি লিখেছেন, “এই অ্যাডভেঞ্চার সারাজীবনের।” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

জুরিখে কোল্ডপ্লের কনসার্টে গিয়েছিলেন গতবছরের শেষে টেনিসকে বিদায় জানানো রজার ফেডেরার। কনসার্ট চলাকালীন ফেডেরারকে মঞ্চে ডেকে নেন ক্রিস মার্টিন। তিনি সুইস মায়েস্ত্রোকে তাঁর ব্যান্ডের একজন ‘সদস্য’বলে অভিহিত করেন। নতুন অ্যালবাম Parachutes-র নতুন গান ‘ডোন্ট প্যানিক’গাওয়ার সময় মার্টিন এবং তাঁর ব্যান্ডের বাকি সদস্যরা একসময় থেমে যান এবং ফেডেরারকে গাইতে অনুরোধ করেন। শুনেই মুখে চওড়া হাসি দিয়ে ফেডেরার জিজ্ঞাসা করেন, “ঠিক আছে তো?” উত্তরে মার্টিন বলেন, “একদম ঠিক”। ফেডেরারের এই প্রতিভা সম্পর্কে অনুরাগীদের হয়তো জানা ছিল না। পছন্দের টেনিস তারকা ও রক ব্যান্ডকে এক মঞ্চে পেয়ে জমে উঠেছিল জুরিখের কনসার্ট।

ফেডেরার যখন জুরিখে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তখন উইম্বলডনের দামামা বেজে গিয়েছে। এ বারের উইম্বলডনে নেই রজার ফেডেরার। তাঁর অনুপস্থিতিতে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে পুরনো উইম্বলডনে আট নম্বর খেতাব জয়ের লক্ষ্যে নামবেন নোভাক জকোভিচ। টেনিসের ফ্যাব থ্রি-র মধ্যে এখন গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে সবার আগে জোকার। ফরাসি ওপেন জিতে তাঁর গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা এখন ২৩।