নিউ ইয়র্ক: বয়স যে কেবল সংখ্যা মাত্র তা বার বার প্রমাণ করছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। চলতি বছরে উইম্বলডনের সেমিফাইনালে উঠে খেতাবের স্বপ্ন দেখিয়েছিলেন ৪৩এর বোপান্না। শেষ অবধি তা মুঠোয় আসেনি। এ বার অজি পার্টনার ম্যাথেউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পা দিলেন বোপান্না। যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) ১৫তম বাছাই আমেরিকান জুটিকে হারিয়েছেন রোহন-ম্যাথেউ। এই ইন্দো-অজি জুটি ইউএস ওপেনের ষষ্ঠ বাছাই। খেতাব থেকে ২ ধাপ দূরে রোহন-ম্যাথেউ। প্রথমে তাঁদের সেমির কাঁটা পেরোতে হবে, তারপর ফাইনালের লড়াই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ইন্দো-অজি জুটির সঙ্ঘে ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই হয় আমেরিকান জুটির। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ অবধি প্রথম সেট ৭-৬ ব্যবধানে জেতেন রোপান্নারা। দ্বিতীয় সেটে অবশ্য ইন্দো-অজি জুটি দাঁড়াতে দেয়নি আমেরিকার নাথানিয়েল ল্যামন্স এবং জ্যাকসন উইথরো জুটিকে। দ্বিতীয় সেটে রোহন-ম্যাথেউরা জেতেন ৬-১ ব্যবধানে।
#USOpen 2023 #Tennis🎾#TOPSchemeAthlete Rohan Bopanna 🇮🇳 along with Matt Ebden 🇦🇺 storm into the SF of #USOpen Men’s Doubles event 🥳
The duo are now one step closer to the Finals as they won 7-6, 6-1 against 1⃣5⃣th seed 🇺🇸 pair Lammons/Withrow
They will face 🇫🇷’s… pic.twitter.com/qBPkDhFE9n
— SAI Media (@Media_SAI) September 6, 2023
রোহনের বয়স ৪৩, ম্যাথেউয়ের ৩৫। এই ইন্দো-অজি জুটি চলতি মরসুমে দোহা ও ইন্ডিয়ান ওয়েলসে জিতেছেন। উইম্বলডনে খেতার জয়ের প্রায় কাছে পৌঁছেছিলেন। কিন্তু পারেননি। এ ছাড়া রটারডাম ও মাদ্রিদে ফাইনালে উঠেছিলেন। এর আগে ২০১০ সালে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। কিন্তু ১৩ বছর আগে খেতাব জিততে পারেননি। তাই যদি এ বার জেতেন, তা হলে রেকর্ড তৈরি করবেন বোপান্না। আগামিকাল রোহন ও ম্যাথেউ ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে নামবেন ফরাসি জুটি নিকোলাস মাহুত ও পিয়ের-হিউজ হারবার্টের বিরুদ্ধে।