কলকাতা: ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে ইতিহাসে রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৩ বছর বয়সে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসেবে এটিপি ১০০০ মাস্টার্স জিতলেন রোহন। শুধু ভারতীয় হিসেবেই নয়, বিশ্বের প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসেবে নয়া কীর্তি রোহনের। এই জয়ে বোপান্নার সঙ্গী হয়েছিলেন অস্ট্রেলিয়া ম্যাথু এবডেন। এই জুটি চলতি বছরে দোহায় এটিপি মাস্টার্স জিতেছে। জুটি হিসেবে রবিবার চলতি মরসুমের দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ফাইনালে (Indian Wells) নেমেছিলেন রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন। সেই লক্ষ্যে সফল। ভারতীয় টেনিস তারকার রেকর্ডের পাশাপাশি ইন্ডিয়ান ওয়েলস পুরুষদের ডাবলস ফাইনাল ইন্দো-অস্ট্রেলীয় জুটি জিতল ৬-৩, ২-৬, ১০-৮ ব্যবধানে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ এবং ব্রিটেনের নিল স্কুপস্কি জুটিকে বোপান্নারা হারিয়েছেন ৬-৩, ২-৬, ১০-৮ ব্যবধানে। ইন্ডিয়ান ওয়েলসে জিতে কানাডার ড্যানিয়েল নেস্টরকে টপকে গিয়েছেন বোপান্না। ২০১৫ সালে সিনসিনাটি মাস্টার্সে জিতেছিলেন নেস্টর। সেইসময় তাঁর বয়স ছিল ৪২। এই বিষয়ে বোপান্না বলেন, “ড্যানির সঙ্গে আগেই কথা হয়েছে। দুঃখপ্রকাশ করে ওকে বলেছিলাম যে, তোমার নজির ভেঙে ফেলব।”
The Architect, our Magic MAN 🔥❤️ Incredible talent,unmatched skill, and a unparalleled spirit led Rohan Bopanna & Matthew Ebden to the doubles crown at the @bnpparibasopen – Indian Wells Masters…👑👑 The artistry of the duo in the court is a sight to behold …😍🎾 pic.twitter.com/VTgVagMtNO
— All India Tennis Association (@AITA__Tennis) March 19, 2023
ট্রফি জয়ের পর ভারতের টেনিস তারকা বলেন, “বহু বছর ধরে এখানে খেলছি। অনেক মানুষকে জিততে দেখেছি। এ বার আমিও জিতলাম। বেশ কঠিন লড়াই হয়েছে। ফাইনালে সেরা জুটিকে হারিয়েছি। এই খেতাব জিততে পেরে দারুণ লাগছে।” এই নিয়ে মোট পাঁচটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতলেন বোপান্না।
🏆 Kings of the desert 🏆
Matt Ebden and Rohan Bopanna capture a first Indian Wells title!#TennisParadise pic.twitter.com/P96xd7qh6r
— BNP Paribas Open (@BNPPARIBASOPEN) March 19, 2023