Rohan Bopanna: ঐতিহাসিক ফাইনাল ম্লান করে বোপান্নাকে কুর্নিশ! ফ্লাশিং মিডোয় কী করলেন ভারতীয় টেনিস তারকা?

US Open 2023: তিন সেটের ম্যাচে ৬-২, ৩-৬, ৪-৬ হেরেছেন বোপান্না ও তাঁর পার্টনার ম্যাথেউ এবডেন। অল্পের জন্য ইউএস ওপেনের খেতাব হারাতে হয়েছে তাঁদের।

Rohan Bopanna: ঐতিহাসিক ফাইনাল ম্লান করে বোপান্নাকে কুর্নিশ! ফ্লাশিং মিডোয় কী করলেন ভারতীয় টেনিস তারকা?
ঐতিহাসিক ফাইনাল ম্লান করে বোপান্নাকে কুর্নিশ! ফ্লাশিং মিডোয় কী করলেন ভারতীয় টেনিস তারকা?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2023 | 7:16 PM

নিউ ইয়র্ক: ১০৯ বছর পর ইতিহাস ইউএস ওপেনে (US Open)। টানা তিনবার ডাবলসে চ্যাম্পিয়ন হল কোনও টিম। রাজীব রাম, জো সেলিবারির ফ্লাশিং মিডোয় ঐতিহাসিক খেতাব জেতা নিয়ে যত না কথা, তার থেকে অনেক বেশি আলোচনায় রোহন বোপান্না। ৪৩ বছর বয়সে কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা এক ঐতিহাসিক ঘটনা। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে ভারতীয় টেনিস তারকা যা করেছেন, আর্থার অ্যাশ স্টেডিয়াম কুর্নিশ করেছে তাঁকে। জেতার জন্য মরিয়া সবাই হন। এক-একটা পয়েন্টের খিদে তাড়িয়ে বেড়ায় প্লেয়ারকে। কিন্তু জেতার আগ্রাসন রেখেও কেউ কেউ স্পোর্টসম্যানশিপ জলাঞ্জলি দেন না। ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু সব খেলাতেই এমন ভুরিভুরি উদাহরণ। সেই তালিকায় উজ্জ্বল নাম রোহন বোপান্না। ফ্লাশিং মিডোয় কী করলেন তিনি? TV9Babgla Sports এ বিস্তারিত।

তিন সেটের ম্যাচে ৬-২, ৩-৬, ৪-৬ হেরেছেন বোপান্না ও তাঁর পার্টনার ম্যাথেউ এবডেন। অল্পের জন্য ইউএস ওপেনের খেতাব হারাতে হয়েছে তাঁদের। তৃতীয় সেটে যখন মরিয়া ম্যাচ এক-একটা পয়েন্টের জন্য ঝাঁপিয়েছেন বোপান্না-এবডেন, তখনই ঘটে সেই ঘটনা। ২-৪ পিছিয়ে ছিলেন তাঁরা। ০-১৫ গেম থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এমন সময় এবডেনের ক্রসকোর্ট ফোরহ্যান্ড আছড়ে পড়ে প্রতিপক্ষের ডিউসকোর্টে। নিশ্চিত পয়েন্ট। চেয়ার আম্পায়ার বোপান্না-এবডেনকে পয়েন্ট দিয়েওছিলেন। কিন্তু তখনই হাত তোলেন বোপান্না। চেয়ার আম্পায়ারকে অবাক করে দিয়ে বলেন, শটটা তাঁর কনুই ছুঁয়ে গিয়েছে। পয়েন্টটা রাজীব রামদের প্রাপ্য, তাঁদের নয়। এতটাই সূক্ষ্ম ছোঁয়া ছিল যে, কেউই বুঝতে পারেননি। বোপান্নার এই খেলোয়াড়চিত মনোভাবকে দুই প্রতিপক্ষ তো বটেই সারা গ্যালারি কুর্নিশ করেছে। ওই গেমটা জিতেছিলেন বোপান্নারা। কিন্তু সেটটা হেরে বসেন তাঁরা। ফাইনালও।

চ্যাম্পিয়ন হলেও রাজীব রাম অভিভূত হয়ে গিয়েছেন বোপান্নার ওই ঘটনায়। পরে বলেওছেন, ‘বোপান্না কোর্টে যা করেছে, সত্যিই অভাবনীয় একটা ব্যাপার। আমরা তখন খানিকটা হলেও এগিয়ে। ২০-২৫ বছর টেনিস খেলছি, কখনও এমনটা ঘটতে দেখিনি। বিশেষ করে ওই রকম একটা কঠিন মুহূর্তে কেউ যে এমন করতে পারে, বোপান্নাকে না দেখলে বিশ্বাস হত না। আমরা জানতামই না এবডেনের শটটা বোপান্নার কনুই ছুঁয়ে এসেছে। এই ছোট্ট ঘটনা থেকে বোঝা যায়, প্লেয়ার হিসেবে ও কেমন। এই বয়সে ও গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলছে। সত্যিই ওর জন্য ভালো লাগছে। বোপান্না আমাদের সবার অনুপ্রেরণা।’