Cleveland Championships: কঠিন প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে সানিয়া-ম্যাকহল জুটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 27, 2021 | 5:55 PM

সেমিফাইনালে সানিয়া-ম্যাকহল জুটির মুখোমুখি হবেন নরওয়ের আলরিক এইকেরি ও আমেরিকার ক্যাথেরিন হ্যারিসন জুটির।

Cleveland Championships: কঠিন প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে সানিয়া-ম্যাকহল জুটি
ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডবলসের সেমিফাইনালে সানিয়া-ম্যাকহল (সৌজন্যে-টুইটার)

Follow Us

ক্লেভল্যান্ড: ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে (Cleveland Championships) দারুন ছন্দে রয়েছেন ভারতের টেনিস (Tennis) তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। তাঁর আমেরিকান পার্টনার ক্রিশ্টিনা ম্যাকহলকে (Christina McHale) নিয়ে এ বার সানিয়া পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে (Semifinal)।

মেয়েদের ডবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া-ম্যাকহলের প্রতিপক্ষ ছিলেন চিনের শুই ঝ্যাং (Shuai Zhang ) ও চেক প্রজাতন্ত্রের লুসিয়া হ্রাদেকা (Lucie Hradecka)। ইন্দো-মার্কিন জুটি শেষ আটের লড়াইয়ে ৬-৩, ৬-৩ ব্যবধানে জেতেন। ১ ঘণ্টা ১ মিনিটের লড়াইয়ে শেষ হাসি ফোটে সানিয়া-ম্যাকহলের মুখে।

সেমিফাইনালে সানিয়া-ম্যাকহল জুটির প্রতিপক্ষ নরওয়ের আলরিক এইকেরি ও আমেরিকার ক্যাথেরিন হ্যারিসন জুটি।

এর আগে ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডবলসে প্রিকোয়ার্টার ফাইনালে (Per quarterfinals) ইন্দো-আমেরিকান জুটি জর্জিয়া-রোমানিয়ান প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন। সেই ম্যাচের ফলাফল ছিল ৬-৩, ৬-২। টোকিও অলিম্পিকে ছন্দে না থাকলেও ক্লেভল্যান্ড চ্যাম্পিয়নশিপে দাপটের সঙ্গেই একের পর এক ম্যাচ জিতছেন ভারতীয় টেনিস সুন্দরী।

আরও পড়ুন: Cleveland Championships: ক্লেভল্যান্ড ওপেনের কোয়ার্টারে সানিয়া-ম্যাকহল জুটি

 

Next Article