Sania Mirza: মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডে, খেতাবের স্বপ্নে বিভোর সানিয়া মির্জা!
Australian Open 2023: এক ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে সানিয়ার আর তাঁর পার্টনারের দাপটই ছিল। সবচেয়ে বড় কথা হল, সানিয়াকে কোর্টের মধ্যে বেশ ছন্দেই দেখিয়েছে।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনই (Australian Open 2023) তাঁর সুদীর্ঘ কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম। মেলবোর্ন পার্কে খেলতে নেমে প্রথম রাউন্ডে জয় পেলেন সানিয়া মির্জা (Sania Mirza)। কাজাকিস্তানের অ্যানা দানিলিনাকে সঙ্গে নিয়ে মেয়েদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতীয় টেনিস তারকা। ডালমা গ্যালিফ ও বের্নার্ডা পেরা জুটিকে হারালেন ৬-২, ৭-৫ সেটে। এক ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে সানিয়ার আর তাঁর পার্টনারের দাপটই ছিল। সবচেয়ে বড় কথা হল, সানিয়াকে কোর্টের মধ্যে বেশ ছন্দেই দেখিয়েছে। বয়স যতই হোক না কেন, কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামটা সাফল্য দিয়েই মুড়ে রাখতে চাইছেন ভারতীয় টেনিস সুন্দরী। বিস্তারিত TV9 Bangla-য়।
প্রথম সেটটা মাত্র ২৫ মিনিটে শেষ করে দিয়েছিলেন সানিয়ারা। কিন্তু দ্বিতীয় সেটে ৪-১ এগিয়েও ছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে প্রতিপক্ষ জুটি খেলায় ফিরেছিল। হাঙ্গেরি-মার্কিন জুটিকে সামলাতে খানিকটা চাপেই পড়েছিলেন সানিয়ারা। পর পর চারটে গেম জিতে খেলায় ফিরেছিলেন তাঁরা। সেখান থেকে আবার সেট ছিনিয়ে নেন সানিয়া-দানিলিনা। শেষ পর্যন্ত ৭-৫এ সেটটা জিতে নেন তাঁরা। দ্বিতীয় রাউন্ডে সানিয়ারা খেলবেন আলিসন ভ্যান উৎভ্যাঙ্ক, আনেলিনা কালিনিনা জুটির সঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়াই একমাত্র ভরসা। সিঙ্গলসে রামকুমার রামানাথন, ছেলেদের ডাবলসে ভারতীয় জুটি য়ুকি ভামব্রি-সাকেত মেনানি প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন।
মেয়েদের টেনিসে তিনটে ডাবলস ও তিনটে মিক্সড ডাবলস জিতেছেন সানিয়া। ৬টা গ্র্যান্ড স্লামের মালকিন এ বার কি আরও একটা খেতাব জিতবেন? সানিয়ার লক্ষ্য সেটাই। তা যদি পারেন, চিরকাল ইতিহাসে থেকে যাবেন। কেরিয়ারের অন্তিম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে এত বড় সাফল্য টেনিস দুনিয়া খুব একটা দেখেনি।





