
মেলবোর্ন: টেনিস (Tennis) ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে গিয়েছেন ভারতের টেনিস সুন্দরী। সেখান থেকেই সানিয়া জানিয়ে দিয়েছেন যে, আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন এবং তার পর দুবাই ওপেন খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি। ৩৬ বছরের সানিয়া সোশ্যাল মিডিয়ায় হৃদয় স্পর্শ করা লম্বা বিবৃতিতে এই খবর জানিয়েছেন সানিয়া। চলতি বছরের দুবাই ওপেনের পর কি সত্যিই পাকাপাকি ভাবে টেনিস ব়্যাকেট তুলে রাখতে পারবেন সানিয়া? নাকি ঘুরে ফিরে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসেও জুড়ে থাকবে টেনিস। কী ইঙ্গিত দিয়েছেন সানিয়া? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
শেষ বলে কিছু নেই…. এ কথা একজন ক্রীড়াবিদ ভালোই বোঝেন। কিন্তু পেশাদার কেরিয়ারে একটা সময় ইতি টানতেই হয়। এ বার সেই পথেই হাঁটতে চলেছেন সানিয়া মির্জা। বছর খানেক আগে, ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সময় সানিয়া অবসর নেবেন ভেবেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা তিনি পিছিয়ে দেন। ওই সময় চোটের কারণে, তিনি ইউএস ওপেনে নামতে পারেননি। তারপরই সানিয়া ঠিক করেন তখনই অবসর নেবেন না। এ বার ছ’টি গ্র্যান্ড স্লামের মালকিন বুঝে গিয়েছেন তাঁর অবসরের সময় এসে গিয়েছে। টেনিস তাঁর ব্যক্তিত্বকে আরও ধারাল করেছে এমনটা স্বীকার করেন সানিয়া। ফলে টেনিস ব়্যাকেটকে একেবারে দূরে সরিয়ে রাখতে তিনি পারবেন না। হতে পারে, পরবর্তীতে তাঁকে কোচের দায়িত্বেও দেখা যেতে পারে।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে সানিয়া জানান, টেনিস তাঁর কাছে কখনও অতীতের হতে পারে না। তিনি সব সময় এই খেলার পাশেই থাকবেন। তাঁর পড়াশোনা টেনিস নিয়েই। এখন কোচিং করাচ্ছেন না ঠিকই। ভবিষ্যতে হয়তো কোচের ভূমিকায় দেখা যেতেই পারে সানিয়াকে। তেমন ইঙ্গিতই দিয়েছেন ভারতের টেনিস সুন্দরী। সানিয়া আরও বলেন, “এই খেলাই আমাকে তৈরি করেছে। শুধু প্লেয়ার হিসেবে নয়, আমার ব্যক্তিত্বকেও টেনিস আরও ধারাল করেছে।” উল্লেখ্য, বছরের প্রথম ও নিজের কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামে নামার আগে সানিয়া মেলবোর্নে ডেকে নিয়েছেন তাঁর বাবা-মাকে। আর সঙ্গে রয়েছে একমাত্র ছেলে ইজহান। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে অ্যানা দানিলিনার সঙ্গে জুটি বেঁধে নামবেন সানিয়া।