Saweety Boora: বক্সিংয়ে ‘গোল্ডেন গার্ল’ সুইটি, একদিনে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত

World Women's Boxing Championship: ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। এ বার সোনা।

Saweety Boora: বক্সিংয়ে 'গোল্ডেন গার্ল' সুইটি, একদিনে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 9:44 PM

নয়াদিল্লি: মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কমের লেগ্যাসি বইছেন নীতু গংঘাস, সুইটি বুরা, নিখাত জারিনরা। শনিবার টুর্নামেন্ট থেকে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। আজই ৪৮ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন ২২ বছরের নীতু। কয়েক ঘণ্টার ফারাকে তেরঙ্গা ওড়ালেন আরও এক ভারতীয় বক্সার। ৮১ কেজি বিভাগে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতলেন সুইটি। ফাইনালে সুইটির প্রতিপক্ষ ছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াং লিনা। চিনের ওয়াং লিনার বিরুদ্ধে ৪-৩ ব্য়বধানে বাউট জিতে নেন সুইটি। ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। ৮১ কিলো বিভাগের ফাইনালে নেমে দ্বিতীয় রাউন্ড থেকে লিনার উপর দাপট বজায় রেখেছিলেন ভারতীয় বক্সার। প্রথম রাউন্ডের খেলায় দু’জন একে অপরকে প্রবল টক্কর দেন। কিন্তু শেষ পর্যন্ত দাপট বজায় রাখেন সুইটি।

বিশ্ব বক্সিংয়ে সুইটির পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালে প্রথমবার বিশ্ব বক্সিংয়ে মেডেল জিতেছিলেন তিনি। সে বার ফাইনালে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। পদকের রং বদলাতে লেগে গেল পাক্কা ৯ বছর। ৮১ কেজি বিভাগে বেলারুসের ভিক্টোরিয়া কেবিকাবাকে হারিয়ে বিশ্ব বক্সিংয়ের সেমিফাইনালে ওঠেন সুইটি। বেশ কয়েকবারের কমনওয়েলথ গেমসে পদকজয়ী সুইটি প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে গিয়েছিলেন। পদক থেকে মাত্র একধাপ দূরে ছিলেন তিনি। ৩০ বছরের বক্সার পদক পাকা করেন বেলারুসের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। ফাইনালে কঠিন প্রতিপক্ষকে পেয়েছিলেন ভারতীয় বক্সার। চিনের ওয়াং লিনা টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন। হাড্ডাহাড্ডি লড়াই হল। ৪-৩ ব্যবধানে শেষ হাসি হাসেন সুইটি বুরা।

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১২তম সোনা। তাঁর আগে বিশ্ব মিটে ছ’বার সোনা জিতেছেন ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম। এ ছাড়া এই টুর্নামেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন সরিতা দেবী (২০০৬), জেনি আরএল (২০০৬), লেখা কেসি (২০০৬) এবং নিখাত জারিন (২০২২)। এ বারও বিশ্ব মিটের ফাইনালে উঠেছেন নিখাত। গত বার ৫২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। এ বার ক্যাটেগরি বদলে ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিখাত। ভারতে আরও একটা সোনা তাঁর হাত ধরে আসে কিনা সেটাই দেখার। রবিবার ফাইনাল বাউট রয়েছে জারিনের। সোনা জয়ের শেষ লড়াইয়ে তিনি খেলবেন ভিয়েতনামের গুয়েন থি তামের বিরুদ্ধে।

সোনা জেতার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সুইটি। বিশ্ব মিটে খেতাব জিতে দেশকে গর্বিত করেছেন। সুইটির সোনা জয়ের খবর আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা জানান ভারতীয় বক্সারকে। তিনি লেখেন, “শুভেচ্ছা সুইটি বুরা। মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৮১ কেজি বিভাগে সোনা জিতে সারা দেশকে গর্বিত করেছ তুমি। ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা রইল।”

‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?