নয়াদিল্লি: সামনেই এশিয়ান গেমস। ব্যাডমিন্টনে ভারতের প্রত্যাশা থাকবে বেশ কিছু পদকের। তার মধ্যে পিভি সিন্ধু নিঃসন্দেহে একজন। দেশের অন্যতম সেরা। বিশ্বেরও অন্যতম সেরা। অলিম্পিকে জোড়া পদক জিতেছেন। সেই পিভি সিন্ধুর ওপর এশিয়ান গেমসে প্রত্যাশা রাখতে মানা করছেন খোদ ভারতীয় দলের কোচ! অবাক লাগলেও এটাই সত্যি। আত্মবিশ্বাসের দিক থেকে সিন্ধু একেবারেই ভালো জায়গায় নেই বলেই মনে করেন কোচ। সেই যে চোট থেকে ফিরেছিলেন সিন্ধু, ছন্দ আর খুঁজে পাননি। একের পর এক টুর্নামেন্টে হতাশা নিয়ে ফিরেছেন। সাফল্যের পথে ফিরতে ব্যক্তিগত কোচও বদলেছেন। জাতীয় দলের কোচ অবশ্য তাঁর ওপর আস্থা রাখতে পারছেন না। কী বলছেন ব্যাডমিন্টনে ভারতীয় দলের কোচ বিমল কুমার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর অগস্টে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পথে চোট পেয়েছিলেন পিভি সিন্ধু। প্রায় পাঁচ মাস বাইরে ছিলেন এই ভারতীয় শাটলার। ফর্মে ফিরতে মরিয়া সিন্ধু গত সপ্তাহে বেঙ্গালুরুতে প্রকাশ পাডুকোন অ্যাকাডেমিতে গিয়েছিলেন সিন্ধু। সংবাদ সংস্থা পিটিআইকে অ্যাকাডেমির ডিরেক্টর তথা জাতীয় দলের কোচ বিমল কুমার বলেন, ‘ওর প্রস্তুতি দেখেছিলাম। প্রকাশ ওর সঙ্গে কথা বলে। প্রেরণা জোগানোর চেষ্টা করে। ওর কোচ মহম্মদ হাফিজ হাসিমের সঙ্গে কথাও বলেছি। আত্মবিশ্বাসের অভাবে ভুগছে সিন্ধু। ওর অনেক উন্নতি প্রয়োজন। এশিয়ান গেমসে ওর কাছে খুব বেশি প্রত্যাশা না রাখাই শ্রেয়।’
ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল তারকা সিন্ধু। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। এ বছর সাতটি BWF ইভেন্টে প্রথম রাউন্ডেই হেরেছেন! কানাডা ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন। ইউএস ওপেন সুপার ৩০০ ও অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০, এই দুটি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এ বছর সিন্ধুর সাফল্য বলতে এটাই। কয়েক মাস আগে নিজেই হতাশার কথা পোস্ট করেছিলেন সিন্ধু। তাঁকে দীর্ঘ সময় কাছ দেখে দেখার সুযোগ হয়েছে কোচ বিমল কুমারের। জাতীয় দলের কোচ বলছেন, ‘নিঃসন্দেহে ও বড় প্লেয়ার। ওকে একটু সময় দেওয়া প্রয়োজন। হয়তো কয়েকটা মাস লাগবে।’