AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murali Sreeshankar: নজরে এশিয়ান গেমস, ডায়মন্ড লিগের ফাইনালে নেই ভারতের তারকা অ্যাথলিট

Diamond League Final: মুরলি শ্রীশঙ্কর সরে দাঁড়ানোয় ডায়মন্ড লিগের ফাইনালে রইলেন ভারতের দুই প্রতিনিধি। গত বারের চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এ বারও খেতাব ধরে রাখতে চাইবেন। এ ছাড়াও রয়েছেন স্টিপলচেজার অবিনাশ সাবলে।

Murali Sreeshankar: নজরে এশিয়ান গেমস, ডায়মন্ড লিগের ফাইনালে নেই ভারতের তারকা অ্যাথলিট
Image Credit: twitter
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 8:51 PM
Share

নয়াদিল্লি: এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন। সে কারণে ডায়মন্ড লিগের ফাইনাল থেকে সরে দাঁড়ালেন ভারতের তরুণ অ্যাথলিট। কিছুদিন আগেই ডায়মন্ড লিগের জুরিখ পর্বে নেমেছিলেন। পঞ্চম স্থানে শেষ করেন লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর। ডায়মন্ড লিগের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। ১৬-১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে হবে ডায়মন্ডের ফাইনাল। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে তিনজন ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন। শ্রীশঙ্কর সরে দাঁড়ানোয় রইলেন দু-জন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে থেকে স্মরণীয় উত্থান লং জাম্পার মুরলি শ্রীশঙ্করের। আন্তর্জাতিক স্তরে বেশ কিছু ইভেন্টে নজর কাড়েন। ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। হাংঝৌ এশিয়ান গেমসে অবশ্য টিম ইভেন্ট আগেই শুরু হয়ে যাচ্ছে। ডায়মন্ড লিগের ফাইনাল খেলে এশিয়ান গেমসে নামতে পারতেন মুরলি। তবে ডায়মন্ড লিগের ফাইনালে লড়াইটা অনেক অনেক বেশি কঠিন। পাশাপাশি যাওয়া আসার ধকলও রয়েছে। বরং সেই সময়টাতে এশিয়ান গেমসের প্রস্তুতি সারলে দেশের পদকের সম্ভাবনা বাড়বে। এই তরুণ অ্যাথলিটের বাবা এস মুরলি বলেন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘শ্রীশঙ্কর ডায়মন্ড লিগ ফাইনালে অংশ নিচ্ছে না। এশিয়ান গেমসেই ফোকাস ওর। ডায়মন্ড লিগে খেললে অনেকটাই ধকল নিতে হবে। সে কারণেই এমন সিদ্ধান্ত।’

ডায়মন্ড লিগের জুরিখ পর্বে ৭.৯৯ মিটার জাম্পে পঞ্চম স্থানে শেষ করেন শ্রীশঙ্কর। সব মিলিয়ে ১৪ পয়েন্ট নিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেন। গত মাসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবশ্য যোগ্যতা অর্জন করতে পারেননি। জুলাইতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন মুরলি। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন শ্রীশঙ্কর। এ বার নজরে পদক।

মুরলি শ্রীশঙ্কর সরে দাঁড়ানোয় ডায়মন্ড লিগের ফাইনালে রইলেন ভারতের দুই প্রতিনিধি। গত বারের চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এ বারও খেতাব ধরে রাখতে চাইবেন। এ ছাড়াও রয়েছেন স্টিপলচেজার অবিনাশ সাবলে। এই দু-জনই নামছেন ১৬ সেপ্টেম্বর।