Pro Panja League: জামাই ক্রিকেটার, এ বার খেলার জগতে এন্ট্রি সুনীল শেট্টির; কোথায় বসালেন থাবা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 01, 2023 | 4:04 PM

Sunil Shetty: অতীতে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বিনিয়োগ করেছেন বলিউড তারকারা। এ বার এক অন্য টুর্নামেন্টে দল

Pro Panja League: জামাই ক্রিকেটার, এ বার খেলার জগতে এন্ট্রি সুনীল শেট্টির; কোথায় বসালেন থাবা?
জামাই ক্রিকেটার, এ বার খেলার জগতে এন্ট্রি সুনীল শেট্টির; কোথায় থাবা বসালেন?

Follow Us

নয়াদিল্লি: দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতি বছরই কোনও না কোনও দেশে নতুন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালু হচ্ছে। এ বছরই যেমন চালু হয়েছে – মেজর লিগ ক্রিকেট, জিম অ্যাফ্রো টি-১০ লিগ। জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে পরিচালিত জিম অ্যাফ্রো টি-১০ লিগে টিম কিনেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ বার তাঁর মতোই খেলার দুনিয়ায় প্রবেশ করলেন বলিউড তারকা সুনীল শেট্টি (Sunil Shetty)। তাঁর জামাই লোকেশ রাহুল (KL Rahul)। তিনি তারকা ক্রিকেটার। কিন্তু সুনীল শেট্টি ক্রিকেটে নয়, প্রবেশ করেছেন অন্য খেলার (Sports) দুনিয়াতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয়েছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার লোকেশ রাহুলের। দীর্ঘদিন কেএল রাহুল ও আথিয়া শেট্টি ডেট করার পর বিয়ে করেন। বর্তমানে লোকেশ রাহুল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। বলিউড তারকা সুনীল শেট্টিকে প্রায়শই নিজের ক্রিকেটার জামাইকে নিয়ে কথা বলতে শোনা যায়। কয়েক দিন আগে সুনীল শেট্টি জানিয়েছিলেন, তিনি অনেক সময় লোকেশ রাহুলের সঙ্গে ট্রেনিং করেছেন। তা থেকে তিনি বুঝতে পেরেছেন অ্যাথলিট ও অভিনেতাদের অনুশীলন সম্পূর্ণ ভিন্ন হয়। সেই আলোচনার সময় তিনি এ-ও জানান, তাঁর মতে সব চেয়ে ফিট ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটার জামাই হওয়ায় সুনীল শেট্টির বাড়িতে প্রায়শই ক্রিকেট নিয়ে আলোচনা হয়। এ বার খেলার জগতে তাঁরও এন্ট্রি হল। যদিও তিনি ক্রিকেট নয়, পা রাখলেন অন্য খেলায়।

বলিউড অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানির স্বামী প্রবীণ ডবাস এই পাঞ্জা লিগের অন্যতম কর্তা। সম্প্রতি পেশাদার আর্ম রেসলিং টুর্নামেন্ট প্রো পাঞ্জা লিগে বিনিয়োগ করেছেন সুনীল শেট্টি। তিনি আসলে প্রো পাঞ্জা লিগের গ্রুপ স্তরে ইকুইটি পার্টনার হিসেবে যোগ দিয়েছেন। সিঙ্গল ডিজিট শেয়ার হোল্ড থাকবে তাঁর। এই লিগে বিনিয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড তারকা সুনীল শেট্টি। পাঞ্জা লিগ নিয়ে বেশ আগ্রহও তৈরি হয়েছে। স্কুল, কলেজ, পাড়ার ক্লাব, চায়ের দোকানে এতদিন পাঞ্জা লড়াই চলত। জাতীয় স্তরেও পাঞ্জা প্রতিযোগিতা চলে। তাকেই পেশাদার চেহারা দেওয়া হয়েছে। সুনীল শেট্টির মতো তারকারা এর সঙ্গে জুড়ে যাওয়ায় জনপ্রিয়তাও বাড়ছে।