Roger Federer: ফের হাঁটুতে অস্ত্রোপচার ফেডেরারের, সংশয় বাড়ছে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 16, 2021 | 2:15 PM

চোট আঘাত বেশ কয়েক বছর ধরে চাপে রেখেছে ফেডেরারকে। হাঁটুর চোট এর আগেও ঝামেলায় ফেলেছিল তাঁকে। কোর্টের বাইরেও থাকতে হয়েছিল ফেডেরারকে।

Roger Federer: ফের হাঁটুতে অস্ত্রোপচার ফেডেরারের, সংশয় বাড়ছে
Roger Federer: ফের হাঁটুতে অস্ত্রোপচার ফেডেরারের, সংশয় বাড়ছে

Follow Us

প্যারিস: সদ্য চল্লিশে পা দেওয়া রজার ফেডেরারকে (Roger Federer) কবে কোর্টে দেখা যাবে? এই প্রশ্নে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ তিনি নিজেই জানিয়েছেন, খুব শিগগিরি হাঁটুতে অস্ত্রোপচার হবে ফেডেরারের। যার ফলে কোর্টে ফিরতে ফিরতে বেশ কিছু দিন সময় লাগবে তাঁর। এ বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে (US Open) খেলতে দেখা যাবে না ফেডেরারকে।

নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ফেডেরার বলেছেন, ‘অস্ত্রোপচারের পর বেশ কিছু দিন ক্যাচ নিয়ে হাঁটতে হবে আমাকে। আমার তো মনে হয়, বেশ কয়েক মাস কোর্টের বাইরে কাটাতে হবে।’

চোট আঘাত বেশ কয়েক বছর ধরে চাপে রেখেছে ফেডেরারকে। হাঁটুর চোট এর আগেও ঝামেলায় ফেলেছিল তাঁকে। কোর্টের বাইরেও থাকতে হয়েছিল ফেডেরারকে। ২০২০ সালেও হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তার ফলে কোর্টে সে ভাবে দেখা যায়নি তাঁকে। মাত্র ১৩টা ম্যাচ খেলেছিলেন তিনি। তবু ফেডেরার কোর্টে ফেরার তাগিদ রাখছেন। স্বপ্ন রাখছেন, কোর্টে স্বমহিমায় ফেরায়।

ফেডারের কথায়, ‘আমি নিজেকে খানিক সময় দিতে চাই। যাতে কোর্টে ফেরার স্বপ্ন তৈরি করতে পারি। আমি ভীষণ বাস্তববাদী। খুব ভালো করেই জানি, এই বয়সে আরও একটা অস্ত্রোপচার কতটা কঠিন। কিন্তু আমি আরও একবার চেষ্টা করতে চাই।’

চোটের জন্যই টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফেডেরার। তখন থেকেই তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয়। ফেডেরার নিজেও যে চিন্তায় ছিলেন, গোপন করেননি। ‘আমার হাঁটুর চোট নিয়ে ডাক্তারদের সঙ্গে দীর্ঘ কথা বলেছি। ঘাসের কোর্টে খেলতে গিয়ে আবার চোট পেয়েছি। এই অবস্থায় আমার পক্ষে এগনো সম্ভব ছিল না। ডাক্তাররা বলেছেন, অস্ত্রোপচার করাতেই হবে। তাই এই সিদ্ধান্ত নিতে হল।’

এই প্রজন্মের সেরা আরও দুই তারকাকে ছুঁয়ে ফেলেছেন ফেডেরারের ২০টা গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড। হয়তো দ্রুত টপকেও যাবেন। রজার আর সে সব নিয়ে খুব বেশি ভাবছেন না। ফিট হয়ে আবার কোর্টে ফেরাটাই একমাত্র লক্ষ্য তাঁর।

আরও পড়ুন: Roger Federer’s Birthday: ৪০-এ পা দেওয়ার দিনে রজারের প্রতিপক্ষদের সেরা মন্তব্যের ঝলক

Next Article