Wimbledon: চলবে না আড়ালে আবডালে যৌনতা, ড্রাগ পার্টি, উইম্বলডনে এবার সেক্স ব্যান!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 26, 2022 | 2:18 PM

লন্ডনে ঐতিহ্যবাহী উইম্বলডনের সাক্ষী থাকতে প্রতিবছরই ভিড় জমান টেনিস অনুরাগীরা। রাতের দিকে খেলা শেষ হওয়ার পর ঝোপেঝাড়ে, গাছের আড়ালে চলে উদ্দাম যৌনতা, ড্রাগ পার্টি। উচ্ছৃঙ্খল ফ্যানদের সতর্ক করে এবার পোস্টার পড়ল অল ইংল্যান্ড ক্লাবের আশপাশে।

Wimbledon: চলবে না আড়ালে আবডালে যৌনতা, ড্রাগ পার্টি, উইম্বলডনে এবার সেক্স ব্যান!
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের (Wimbledon)। লন্ডনে সোমবার থেকে শুরু হচ্ছে উইম্বলডনের মূলপর্ব। নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসদের মতো কিংবদন্তিরা গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে নেমে পড়বেন। বিশ্বজুড়ে টেনিসপ্রেমীরা (Tennis Fans) এতে আনন্দে আহ্লাদিত হলেও মুখ ভার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের রইস প্রতিবেশীদের। নাহ, টেনিসের আসর নিয়ে তাঁদের সমস্যা নেই। সমস্যা টেনিস ফ্যানদের নিয়ে। ইতিমধ্যেই যাঁরা ঐতিহ্যবাহী এই গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) আসরের সাক্ষী থাকতে দলে দলে ভিড় করছেন।

প্রতিবারই উইম্বলডনের সময় ফ্যানদের নানারকম কাজে অতিষ্ঠ হন প্রতিবেশীরা। অল ইংল্যান্ড ক্লাব থেকে বেরিয়ে রাস্তার অপরদিকে উইম্বলডন গল্ফ পার্ক। স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে ম্যাচ শেষ হওয়ার পর দল বেঁধে পার্কে ঢুকে পড়েন। শুধু তাই নয়, চলে অসামাজিক কাজকর্ম। সকালবেলায় পোষ্যদের নিয়ে পার্কে আসা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতভর চলে ড্রাগ পার্টি। নেশার বশবর্তী হয়ে তরুণ-তরুণীদের গাছের আড়ালে চলে উদ্দাম যৌনতা। সেসব কাজকর্মে ‘প্রমাণ’ পরদিন ক্লাব পরিষ্কার করার সময় পাওয়া যায়। উইম্বলডনের জন্য ১৫দিন দক্ষিণ পশ্চিম লন্ডনের ওই পার্ক বন্ধ থাকলেও উচ্ছৃঙ্খল টেনিস ফ্যানদের আটকানো সম্ভব হয় না। ওই অভিজাত এলাকার বাসিন্দাদের দাবি, বহুবার তাঁরা নিজের চোখে এসব হতে দেখেছেন।

উইম্বলডন পার্কে ঢোকার মুখে গাছের মধ্যে পোস্টার সাঁটিয়ে দিয়েছেন স্থানীয়রা। ওই এলাকায় জমির দামই শুরু হচ্ছে ৩ মিলিয়ন ইউরো থেকে। বোঝাই যাচ্ছে, সমাজের কোন স্তরের মানুষজন সেখানে বাস করেন। গাছে সাঁটা নোটিশে লেখা, “আগত টেনিস ফ্যানদের উদ্দেশে বলছি, আমাদের এই পার্ক এবং বনভূমির প্রতি দয়া করে যত্নবান হোন। ড্রাগ, সেক্স পার্টির মতো অসামাজিক কাজকর্ম একেবারেই বরদাস্ত করা হবে না। প্রত্যহ চলবে পুলিশ পেট্রলিং। তাই আপনাদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে। টেনিস উপভোগ করুন।”

টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ

তবে অতীতেও এরকম নোটিশ দেওয়া হয়েছে। যদিও তাতে কোনও লাভ হয়নি। তবে স্থানীয়দের আশা, পুলিশের পেট্রলিং চলবে। ফলে উচ্ছৃঙ্খল টেনিস ফ্যানদের শায়েস্তা করতে পুলিশ এবার যথাযোগ্য ব্যবস্থা নেবে।

Next Article