India vs Pakistan: ভেনু নিয়ে অনিশ্চয়তা, পাকিস্তানে খেলতে যাবে ভারত!
India vs Pakistan Davis Cup: গত সপ্তাহে ইন্দোনেশিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ১ প্লে অফে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্য দিকে, ভারত ৪-১ ব্যবধানে হারিয়েছে মরক্কোকে। পাকিস্তান টেনিস ফেডারেশনের সভাপতি সেলিম সইফুল্লা বলছেন, 'ভারতের উচিত পাকিস্তানে আসা। ওরা এখানে খেলতে আসে না, এটা ঠিক নয়। ভারতীয় দল আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আমাদের সুন্দর স্টেডিয়াম, পরিকাঠামো, হোটেলের ব্যবস্থাও রয়েছে। ভারত টিম পাঠালে এই বার্তাই যাবে, আমরা ভালো প্রতিবেশি।'

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ভেনু নিয়ে অনিশ্চয়তা। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ১ প্লে-অফের ড্র প্রকাশিত হয়েছে। মুখোমুখি ভারত-পাকিস্তান। কিন্তু ম্যাচ কোথায় হবে? এই নিয়েই ধোঁয়াশা তৈরি হল। সদ্য এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল পাকিস্তান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার করেছিল, টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেই সিদ্ধান্ত মেনে নেয়। এশিয়া কাপ হয় হাইব্রিড মডেলে। পাকিস্তানে কয়েকটি ম্যাচ হলেও বেশিরভাগই হয়েছে শ্রীলঙ্কায়। কিন্তু টেনিসের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? ডেভিস কাপের টাইয়ের জন্য পাকিস্তানে কি খেলতে যাবে ভারত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচটি হওয়ার কথা পাকিস্তানেই। সেই নিয়েই ধোঁয়াশা। ২০১৯ সালেও এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপ ১ টাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে কাজাখস্থানের নিরপেক্ষ ভেনুতে খেলা হয়। প্রতিবাদে সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের তারকা টেনিস প্লেয়ার আইসাম উল হক কুরেশি এবং আকিল খান। তাঁদের পরিবর্তে পাকিস্তানের তরুণ টেনিস প্লেয়াররা ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। ভারত জিতেছিল ৪-০ ব্যবধানে। পুরো টাইয়ে পাকিস্তান মাত্র সাতটি গেম জিতেছিল!
বৃহস্পতিবার ড্র হওয়ার পরই পাকিস্তান টেনিস ফেডারেশন পরিষ্কার করে দিয়েছে, পাকিস্তান থেকে ম্যাচ সরাবে না তারা। ২০১৯ সালে আন্তর্জাতিক টেনিস সংস্থাই পাকিস্তান থেকে ম্যাচ সরানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে এ বার সর্বভারতীয় টেনিস সংস্থার কাজটা কঠিন হতে চলেছে। বিশ্ব টেনিস সংস্থাকে বোঝাতে হবে কেন পাকিস্তানে খেলতে চায় না ভারত। পাকিস্তানের কিংবদন্তি টেনিস খেলোয়াড় আকিল খান সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমি আশা করছি ভারত এখানে খেলতে আসবে এবং আতিথেয়তার সুযোগ করে দেবে আমাদের।’
গত সপ্তাহে ইন্দোনেশিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ১ প্লে অফে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্য দিকে, ভারত ৪-১ ব্যবধানে হারিয়েছে মরক্কোকে। পাকিস্তান টেনিস ফেডারেশনের সভাপতি সেলিম সইফুল্লা বলছেন, ‘ভারতের উচিত পাকিস্তানে আসা। ওরা এখানে খেলতে আসে না, এটা ঠিক নয়। ভারতীয় দল আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আমাদের সুন্দর স্টেডিয়াম, পরিকাঠামো, হোটেলের ব্যবস্থাও রয়েছে। ভারত টিম পাঠালে এই বার্তাই যাবে, আমরা ভালো প্রতিবেশি।’
ভারতীয় দল যদি ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যায়, সেটিও ঐতিহাসিক হতে চলেছে। ডেভিস কাপে এটিই ৫৯ বছরে ভারতের প্রথম পাকিস্তান সফর হবে। শেষ বার ডেভিস কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে গিয়েছিল ১৯৬৪ সালে। পাকিস্তানকে ৪-০ হারিয়েছিল ভারত। এ বার টাই হওয়ার কথা ইসলামাবাদে। ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্তেরই অপেক্ষা।





