Rafael Nadal: নতুন বছরের শুরুতেই প্রত্যাবর্তন রাফায়েল নাদালের, শেষ বারের জন্য!

Rafael nadal Comeback Plan: গত ফরাসি ওপেনে ইতিহাস হয়েছিল। অভিষেকের পর এই প্রথম ফরাসি ওপেনে খেলেননি রাফায়েল নাদাল। সাধ ছিল, কিন্তু সাধ্য ছিল না। জানুয়ারির চোট থেকে ফিট হয়ে উঠতে পারেননি। নয়তো গ্র্যান্ড স্লাম সংখ্যাটা ২২ থেকে আরও বাড়তে পারতো। সেই সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। কয়েক সপ্তাহ আগেই এক সাক্ষাৎকারে কিংবদন্তি রাফায়েল নাদাল জানিয়েছিলেন, ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে এটাও জানিয়েছিলেন, আগামী মরসুমই হয়তো তাঁর কেরিয়ারের শেষ মরসুম।

Rafael Nadal: নতুন বছরের শুরুতেই প্রত্যাবর্তন রাফায়েল নাদালের, শেষ বারের জন্য!
রাফায়েল নাদালImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 29, 2023 | 8:08 AM

 

নয়াদিল্লি: প্রায় এক বছর হয়ে গেল। টেনিস অনুরাগীরা কোর্টে সেই আগ্রাসন দেখার সুযোগ পাননি। সেই শিল্প দেখা দেখেও বঞ্চিত হয়েছেন। কিংবা গ্র্যান্ড স্লাম জিতে কোর্টেই শুয়ে পড়ার সেই দৃশ্য? ট্রফি হাতে নিয়ে শূন্যে তুলে ধরা! বছরের পর বছর এই মুহূর্তগুলি দেখতেই অভ্যস্ত টেনিস প্রেমীরা। কিংবদন্তি রজার ফেডেরার অবসর নিয়েছেন। চোটের জন্য বাইরে রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত এক বছর নোভাক জকোভিচের একাধিপত্য দেখা গিয়েছে। বদলে গিয়েছে অনেক কিছুই। গ্র্যান্ড স্লাম জয়ে শীর্ষস্থান দখল করেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

গত ফরাসি ওপেনে ইতিহাস হয়েছিল। অভিষেকের পর এই প্রথম ফরাসি ওপেনে খেলেননি রাফায়েল নাদাল। সাধ ছিল, কিন্তু সাধ্য ছিল না। জানুয়ারির চোট থেকে ফিট হয়ে উঠতে পারেননি। নয়তো গ্র্যান্ড স্লাম সংখ্যাটা ২২ থেকে আরও বাড়তে পারতো। সেই সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কিংবদন্তি রাফায়েল নাদাল জানিয়েছিলেন, ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে এটাও জানিয়েছিলেন, আগামী মরসুমই হয়তো তাঁর কেরিয়ারের শেষ মরসুম। টেনিস প্রেমীরা আনন্দিত এবং হতাশ, দুটোই হতে পারেন।

 

সে সময় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও কোনও সময় নির্দিষ্ট করে জানাননি রাফা। নতুন তথ্য অনুযায়ী, ক্রিসমাসের পরই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রাফায়েল নাদাল। ছুটি কাটাতে নিশ্চয়ই নয়! জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ান ওপেনেই প্রত্যাবর্তন হচ্ছে রাফায়েল নাদালের। সেখানেই বলা হয়েছে, রাফা তাঁর পরবর্তী রোড ম্যাপ তৈরি করে নিয়েছেন। এখন শুধু এই খবরে সিলমোহর দেওয়া বাকি রাফায়েল নাদালের। কিছুদিনের মধ্যেই সেই নিশ্চয়তা মিলতে পারে।

টেনিস প্রেমীদের কাছে কিছুটা ধোঁয়াশাও রয়েছেন। আগামী মরসুমেই টেনিসকে বিদায় জানাতে পারেন, ইঙ্গিত দিয়েছিলেন রাফা। পুরো মরসুম খেলবেন কিনা, সে কথা খোলসা করেননি। শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেন খেলেই অবসর নেবেন না তো?