Saina Nehwal: যদি ফিট না হতে পারি… চোটের কাছে হারের আশঙ্কায় অবসরের ইঙ্গিত সাইনার!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 14, 2023 | 6:43 PM

চলতি বছরে ছ'টা টুর্নামেন্টে নেমেছেন সাইনা। কিন্তু কোনওটাতেই দ্বিতীয় রাউন্ড টপকাতে পারেননি। এশিয়ান গেমসের ট্রায়াল থেকেও সরে দাঁড়িয়েছিলেন হাঁটুর চোটের কারণেই। এই মুহূর্তে সাইনার বিশ্ব ব়্যাঙ্কিং ৫৫। তাতেও প্যারিস অলিম্পিকের স্বপ্ন দেখা ছাড়ছেন না। চোট সারিয়ে আবার কোর্টে ফিরে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। কী বলছেন সাইনা?

Saina Nehwal: যদি ফিট না হতে পারি... চোটের কাছে হারের আশঙ্কায় অবসরের ইঙ্গিত সাইনার!
যদি ফিট না হতে পারি... চোটের কাছে হারের আশঙ্কায় অবসরের ইঙ্গিত সাইনার!

Follow Us

নয়াদিল্লি: তিনটে অলিম্পিকে নেমেছেন তিনি। লন্ডন অলিম্পিকে পেয়েছিলেন ব্রোঞ্জ। ভারতীয় ব্যাডমিন্টনের দর্শনই বদলে দিয়েছিল তাঁর সাফল্য। ২৪টা আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছেন। সেই সাইনা নেহওয়াল (Saina Nehwal) এশিয়ান গেমসের (Asia Games 2023) আগে বোমা ফাটালেন। চোটের কারণে বেশ কিছুদিন কোর্টে নামতে পারছেন না। নামলেও সেই আগের ছন্দে দেখা যায়নি তাঁকে। সেই জুন মাসে সিঙ্গাপুর ওপেনে শেষবার দেখা গিয়েছিল সাইনাকে। হাঁটুর চোট বিপর্যস্ত রেখেছে ৩৩ বছরের ভারতীয় শাটলারকে। সেই তিনিই কিনা নিজের চোট নিয়ে ভুগছেন আশঙ্কায়। কী বললেন তিনি? TV9Bangla Sports এ বিস্তারিত।

চলতি বছরে ছ’টা টুর্নামেন্টে নেমেছেন সাইনা। কিন্তু কোনওটাতেই দ্বিতীয় রাউন্ড টপকাতে পারেননি। এশিয়ান গেমসের ট্রায়াল থেকেও সরে দাঁড়িয়েছিলেন হাঁটুর চোটের কারণেই। এই মুহূর্তে সাইনার বিশ্ব ব়্যাঙ্কিং ৫৫। তাতেও প্যারিস অলিম্পিকের স্বপ্ন দেখা ছাড়ছেন না। চোট সারিয়ে আবার কোর্টে ফিরে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। কী বলছেন সাইনা? তাঁর কথায়, ‘যখনই এক-দু ঘণ্টা ট্রেনিং করছি কোর্টে, হাঁটু জ্বালা করছে। হাঁটু ভাঁজ করতেই সমস্যা হচ্ছে। দিনের দ্বিতীয় সেশনে ট্রেনিং করব যে, সেই উপায়ও থাকছে না। ডাক্তাররা আমাকে ইঞ্জেকশন দিয়েছেন। এই মুহূর্তে আমার সামনে রয়েছে অলিম্পিক। জানি যোগ্যতা অর্জন করা কঠিন। তবু স্বপ্ন তো আছেই।’

এর আগেও চোটের কবলে পড়েছেন। সে সব মিটিয়ে আবার ফিরেও এসেছেন। সাইনা বলছেন, ‘কোর্টে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফিজিওরা আমাকে সাহায্য় করছেন। কিন্তু হাঁটুর জ্বালা ভাবটা কোনও ভাবেই কমছে না। আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। তা ছাড়া আমিও চাই না পুরো ফিট না হয়ে কোর্টে ফিরতে। তাতে কিন্তু সাফল্য আসবে না।’

চোটের বহর নিয়ে আশঙ্কায় সাইনা। যদি ফিট হতে না পারেন, কী করবেন? হয়তো অবসরই নিয়ে নিতে হবে তাঁকে। সাইনা বলে দিচ্ছেন, ‘আমার শরীর ভালো যাচ্ছে না। জানি না কত দিন টানতে পারব। তবে একটা শেষ চেষ্টা তো করবই। সবাইকে একদিন অবসর নিতেই হয়। কবে, সেটা বলা যায় না আগে থেকে। শরীর সঙ্গ না দিলে থেমে যেতেই হয়। এই মুহূর্তে আমি চেষ্টা করছি। খেলাটাকে আমি ভালোবাসি। কিন্তু যদি ফিট হয়ে মাঠে না ফিরতে পারি, বুঝবেন, আমি চেষ্টা করেছিলাম, পারিনি।’

সাইনাই ভারতীয় শাটলারদের স্বপ্ন দেখিয়েছিলেন। সাইনার পথে হেঁটেই সাফল্য পেয়েছিলেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়রা। সেই সাইনা যদি চোটের কাছে হেরে যান, তা হলে একটা যুগের শেষ হবে।

Next Article