
নিউ ইয়র্ক: কানায় কানায় পূর্ণ ছিল আর্থার অ্যাশ স্টেডিয়াম। আমেরিকার বেন শেল্টনকে হারিয়ে ইউএস ওপেনের (US Open 2023) ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এই নিয়ে দশম বার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে জোকার। ফ্লাশিং মিডোয় জকোভিচ জিতলে চতুর্থ বার বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতবেন। এ বারের ইউএস ওপেনের ফাইনাল যেন হতে চলেছে ২০২১ এর ফাইনালের রিপ্লে। কারণ, জকোভিচ ফাইনালে খেলবেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের (Daniil Medvedev) বিরুদ্ধে। গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে তিনি পৌঁছে গিয়েছেন এ বারের ইউএস ওপেনের ফাইনালে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এই নিয়ে তৃতীয় বার ফ্লাশিং মিডোয় ফাইনালে উঠলেন রুশ টেনিস স্টার দানিল মেদভেদেভ। ২০২১ সালে এক মরসুমে চারটে গ্র্যান্ড স্লাম জেতার বিরল রেকর্ডের সামনে ছিলেন নোভাক জকোভিচ। কিন্তু জোকারকে সেই রেকর্ড গড়তে দেননি মেদভেদেভ। বছর দুয়েক আগে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে হারিয়েছেন দানিল। এ বার তাই সার্বিয়ান টেনিস তারকার সামনে থাকছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।
সেমিফাইনালে আমেরিকার বেন শেল্টনের বিরুদ্ধে প্রথম দু’টি সেট সহজেই জেতেন জকোভিচ। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান মার্কিনি টেনিস তারকা। এই সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য ঠাণ্ডা মাঠায় ম্যাচ বের করে নেন জকোভিচ। ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪)।
অন্যদিকে অপর সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার সেটের লড়াইয়ে শেষ হাসি ফোটে ২৭ বছর বয়সী মেদভেদেভের মুখে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলকারাজের বিরুদ্ধে দানিলের ম্যাচের প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে। তাতে মেদভেদেভ জেতেন ৭-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে আলকারাজকে দাঁড়াতেই দেনন রুশ তারকা। তৃতীয় সেটে আবার রুখে দাঁড়ান তরুণ স্পেনের প্লেয়ার। কিন্তু চতুর্থ সেটে আর মেদভেদেভের বিরুদ্ধে পেরে ওঠেননি আলকারাজ। ফলে ফাইনালের টিকিট পেয়ে যান রুশ তারকা মেদভেদেভ। ম্যাচের ফল ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩।
এ বার ১১ সেপ্টেম্বর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ ও দানিল মেদভেদেভ।