
নিউ ইয়র্ক: ফ্লাশিং মিডোয় দুরন্ত এগোচ্ছেন ম্যাডিসন কিজ় (Madison Keys)। আমেরিকার তারকা মেয়েদের সিঙ্গলসে উড়িয়ে দিলেন মার্কেটা ভন্দোরাসোভাকে। ইউএস ওপেনের (US Open 2023) সেমিফাইনালে পা দিলেন ম্যাডিসন। প্রথম সেটে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। পরের সেটে অবশ্য লড়াই করেছিলেন মার্কেটা। তা অবশ্য ম্যাডিসনকে থামানোর পক্ষে যথেষ্ট ছিল না। ম্যাডিসনের সেমিফাইনালে ওঠার ম্যাচ থমকে রইল কিছুক্ষণের জন্য। গ্যালারিতে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে কয়েকটা মিনিট কেটে গেল উৎকন্ঠার মধ্যে। কী ঘটেছিল ফ্লাশিং মিডোয়? TV9Bangla Sportsএ বিস্তারিত।
ঘটনাটি ঘটে ম্যাডিসন-মার্কেটার ম্যাচের প্রথম সেটে। কিছুক্ষণ খেলা গড়াতেই গ্যালারিতে বসে থাকা এক দর্শক হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মেডিকেল টিম ডাকেন চেয়ার আম্পায়ার। টুর্নামেন্ট রেফারি জ্যাক গার্নারও চলে আসেন কোর্টে। ওই দর্শক অজ্ঞান হয়ে পড়েছিলেন। গোটা গ্যালারি এই পরিস্থিতি দেখে থমকে গিয়েছিল। ম্যাডিসন ও মার্কেটাও হতভম্ভ হয়ে পড়েন। ম্যাডিসন সঙ্গে সঙ্গে দুটো টাওয়েল ও জল এগিয়ে দেন মেডিকেল টিমকে। গ্যালারি থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হয় ওই দর্শককে। ফ্লাশিং মিডোয় ওই সময় ৩৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। এই অপ্রীতিকর ঘটনার পর ইউএস ওপেনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, গরমের কারণে এমন হয়নি। শারীরিক অবস্থা খারাপ ছিল ওই দর্শকের। তবে, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ম্যাচ শেষ হওয়ার পর ম্যাডিসন নিজে আলাদা করে কথা বলেছেন চিকিৎসকের সঙ্গে। জেনেছেন, ওই দর্শক এখন ঠিক আছেন। তার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মার্কিন টেনিস তারকা। তাঁর এই মানবিক মুখ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে টেনিস দুনিয়া। ম্যাডিসন বলেছেন, ‘এই ভাবে কোনও ম্যাচ শুরু হোক, কেউই চাইবে না। ওই পরিস্থিতিতে আমি সাহায্য করেত চেয়েছিলাম। খারাপই লাগছিল। জল আর টাওয়েল দিয়েছিলাম মেডিকেল টিমের হাতে, যাতে ওই দর্শকের জন্য ব্যবহার করতে পারে। সঠিক কাজটা ওই সময় করার দরকার ছিল।’
মার্কেটা আবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁকেই হারিয়েই সেমিফাইনালে ওঠার পর ম্যাডিসন বলেছেন, ‘গ্র্যান্ড স্লামে নামলেই নিজেকে একটা পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মার্কেটার উপর বাড়তি চাপ রাখার চেষ্টা করেছিলাম।’