2023 Men’s FIH Hockey World Cup: হকি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন, অথচ ভারতে খেলবে না পাকিস্তান!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Jan 11, 2023 | 7:31 PM

হকি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন পাকিস্তান। কিন্তু যোগ্যতা অর্জন করতে না পারায় ভারতে এসে হকি বিশ্বকাপ খেলার সুযোগ হচ্ছে না পাকিস্তানের। এই নিয়ে দু'বার পাকিস্তানকে ছাড়াই খেলা হবে হকি বিশ্বকাপ।

2023 Mens FIH Hockey World Cup: হকি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন, অথচ ভারতে খেলবে না পাকিস্তান!
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপ (Hockey World Cup 2023) শুরু হচ্ছে শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। এ বার হকি বিশ্বকাপের ১৫তম সংস্করণ। ২০১৮ সালেও ভারতে বসেছিল এই টুর্নামেন্টের আসর। ফলে টানা দু’বার ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারতের হকি টিম। তবে এ বার পাকিস্তানকে ছাড়াই আয়োজিত হচ্ছে হকি বিশ্বকাপ। অথচ প্রতিযোগিতার অন্যতম সফল দল পাকিস্তান (Pakistan Hockey Team)। চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি ভারতে বিশ্বকাপ খেলতে আসতে পারছে না। এর পিছনে কারণ অবশ্য আয়োজক দেশ ভারতই (Hockey India)। পাকিস্তানের ২০২৩ হকি বিশ্বকাপে খেলার সুযোগ শেষ করে দিয়েছেন মনপ্রীত সিং, পিআর শ্রীজেশরা। কীভাবে? তুলে ধরল TV9 Bangla

গতবারের মতো এ বারও হকি বিশ্বকাপের আয়োজক শহর ওড়িশা। গত কয়েকবছর ধরে ভারতীয় হকির উন্নতিতে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওড়িশা সরকার। বিশ্বমানের হকি স্টেডিয়াম, অ্যাকাডেমি এমনকী ভারতের হকি দলের জার্সির স্পনসরও ওড়িশা সরকার। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ও রাউরকেল্লায় নবনির্মিত বীরসা মুণ্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে খেলা হবে হকি বিশ্বকাপের ম্যাচগুলি। গ্রুপ স্টেজের ম্যাচগুলি খেলা হবে রাউরকেল্লায়। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত লড়াই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আয়োজক ভারত ছাড়াও ১৬টি দলের মধ্যে বাকি দেশগুলি হল অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, চিলি, ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। পুল ডি-তে আয়োজক ভারত রয়েছে ইংল্যান্ড, স্পেন, এবং ওয়েলসের সঙ্গে। নেই শুধু বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন ও দু’বারের রানার্স টিম পাকিস্তান।

পাকিস্তান প্রথমবার হকি বিশ্বকাপ জিতেছিল ১৯৭১ সালে। শেষবার ১৯৯৪ সালে। মাঝে দু’বার জিতেছিল ১৯৭৮, ১৯৮২ সালে। ২০১৪ সালে তারা বিশ্বকাপে খেলতে পারেনি। ফের একবার ২০২৩ সালের বিশ্বকাপে নেই সবুজ জার্সিধারীরা। কিন্তু কেন? আসলে, ২০২৩ হকি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি প্রতিবেশী দেশটি। এর কারণ হল, পাকিস্তান ২০২২ সালের পুরুষদের হকি এশিয়া কাপের টপ ফোরে শেষ করতে পারেনি। এশিয়া কাপে গ্রিন ব্রিগেড গ্রুপ ‘বি’-তে জাপান, ভারত ও আয়োজক ইন্দোনেশিয়ার সঙ্গে ছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ১-১ ড্র করে দলটি। এরপর ইন্দোনেশিয়াকে ১৩-০ গোলের বড় ব্যবধানে হারায়। কিন্তু গ্রুপ স্টেজের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে ভারত ইন্দোনেশিয়াকে হারিয়ে দেয় ১৬-০ ব্যবধানে। গ্রুপ ‘বি’ থেকে গোল পার্থক্যে ভারতের থেকে পিছিয়ে থাকায় টপ ফোরে উঠতে পারেনি দলটি। যার ফল হিসেবে হকি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পাকিস্তান।